এ বছরও ভারী বৃষ্টি হলে জলে ফসলের ক্ষতি হবে। রাজ্যসরকারের ক্ষমতায় আসার পর নদী সংস্কার ও কৃষিতে গুরুত্ব দিলেও এখনও বহু নদী প্রকল্প ঝুলে আছে। এবারে বর্ষার আগে নদীতে বাঁধ মজবুত করার দাবী জানিয়েছেন কৃষকেরা। গত বছর ভারী বর্ষা ও জলাধারের ছাড়া জলে বহু ফসল ডুবে গিয়েছিল। ক্ষতি হয়েছিল রোয়া আমনের। এবারে বর্ষার দিনক্ষণ পেরিয়ে গেলেও সেভাবে বৃষ্টি নামেনি। নদী-নালায় এখনও জল নেই। এখনও সময় আছে নদী বাঁধের দুর্বল জায়গাগুলি মেরামতি করবার। চাষীরা বীজতলা তৈরী করেছেন, কিন্তু বর্ষার জলে শুরুতেই চাষের জমি ডুবলে শেষ পর্যন্ত ফসলের লক্ষমাত্রার কতটা কাছে পৌঁছানো যাবে প্রশ্ন সেখানেই।
- Sushmita Kundu
English Summary: dam
Published on: 29 June 2018, 04:28 IST