এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 4 January, 2022 10:36 AM IST
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল

করোনায় আক্রান্ত  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। মঙ্গলবার সকালে টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন। আপাতত তিনি নিজেকে আইসোলেট করে রেখেছেন বলেও ট্যুইটে জানিয়েছেন তিনি। পাশাপাশি  তিনি আবেদন করেছেন যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন অবিলম্বে করোনা পরীক্ষা করিয়ে নেন।

সকাল ৮টা ১১মিনিটে ট্যুইট করেছেন কেজরিওয়াল। মঙ্গলবার সকালে  টুইট করে  তিনি বলেন,”আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ আছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা গত কয়েক দিনে আমার সংস্পর্শে এসেছেন দয়া করে নিজেদের আইসোলেট করে রাখুন এবং পরীক্ষা করিয়ে নিন।

আরও পড়ুনঃ জেনে নিন কালো টমেটো চাষ করার পদ্ধতি,লাভবান হবেন অনেক

নতুন বছরেও দাপট কমছে না ওমিক্রনের। পাল্লা দিচ্ছে করোনা সংক্রমণও। ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ তথা বিশ্বজুড়ে  উত্তরোত্তর বেড়েই চলেছে কোভিড গ্রাফ। ভয়াবহ সংক্রমণ পরিস্থিতি। ফের দৈনিক কোভিড সংক্রমণে লম্বা লাফ। একদিনে প্রায় ৩৩ শতাংশ বাড়ল দৈনিক করোনা সংক্রমণ।

English Summary: Delhi Chief Minister Arvind Kejriwal attacked by corona
Published on: 04 January 2022, 09:35 IST