বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 19 July, 2022 12:30 PM IST

উপরাষ্ট্রপতি পদে এনডিএ শিবিরের প্রার্থী জগদীপ ধনখড়। শনিবার বিজেপি সভাপতি জে পি নাড্ডা এ কথা ঘোষণা করেন। এদিন বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হয়। সেখান থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আপনি কি জানেন কৃষকের ছেলে কে এই জগদীপ ধনখড়।

প্রবীন রাজনীতিবিদ জগদীপ ধনকর ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত রাজস্থানের কিষণগড়ের বিধায়ক ছিলেন। ২০১৯ সালের ৩০ জুলাই তাঁকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল নিযুক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আইনজীবী হিসেবে পরিচয় রয়েছে তাঁর। 

গত শনিবার,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন জগদীপ ধনকর। সাক্ষাৎকারের পর নরেন্দ্র মোদী টুইট করে বলেন, শ্রী জগদীপ ধনকরজীর আমাদের সংবিধান সম্পর্কে চমৎকার জ্ঞান রয়েছে। তিনি আইন-কানুনের ব্যাপারেও পারদর্শী। আমি নিশ্চিত যে তিনি রাজ্যসভায় একজন অসামান্য চেয়ারম্যান হবেন এবং জাতীয় অগ্রগতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে হাউসের কার্যক্রম পরিচালনা করবেন।

আরও পড়ুনঃ রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এপ্রসঙ্গে অমিত শাহ টুইট করে বলেন, আমি নিশ্চিত যে উপ-রাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে জগদীপ ধনকরজি নির্বাচনের মাধ্যমে আমাদের উচ্চকক্ষের মর্যাদা আরও বাড়বে।একই সঙ্গে সংসদের সাংবিধানিক প্রক্রিয়ায় তার ব্যাপক ও দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে যা দেশের জন্য খুবই ভালো হবে।আমি অগ্রিম শুভ কামনা করি।

আরও পড়ুনঃ জলের অভাবে জাগ দিতে পারছেন না পাট,ক্ষতির আশঙ্কায় দিন কাটছে কৃষকদের

দিলীপ ঘোষ টুইট করে বলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।পশ্চিমবঙ্গে শাসক দলের স্বৈরাচারের বিরুদ্ধে আপনার জ্ঞান এবং কঠোর প্রতিরোধ অনস্বীকার্য। ‘জনগণের গভর্নর’

English Summary: Dileep wishes 'people's governor' NDA vice-presidential candidate
Published on: 19 July 2022, 12:30 IST