এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 12 January, 2023 11:25 AM IST
অনিক দত্ত।

কৃষিজাগরণ ডেস্কঃ ফুসফুসের সংক্রমণ নিয়ে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় পরিচালক অনীক দত্তকে। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ৯টা ৪৫ নাগাদ হাসপাতালে ভর্তি করা হয় পরিচালকে। আপাতত তাঁর অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে।

বৃহস্পতিবার ‘সিটি পালমোনারি এঞ্জিওগ্রাম’ করা হবে পরিচালকের। ফুসফুসে সংক্রমণ ঠিক কতটা পরিমাণ ছড়িয়েছে তা জানার জন্যই এই পরীক্ষা করা হবে। প্রসঙ্গত, মঙ্গলবার হাসপাতালের তরফে জানানো হয়েছিল, এখন অনেকটাই স্থিতিশীল পরিচালক। কিন্তু এখনও অক্সিজেন সাপোর্টেই রাখা হয়েছে তাঁকে। হাসপাতাল সূত্রে খবর এমনটাই। চিকিৎসা চলছে। এখনও ‘আইটিইউ’-তেই রয়েছেন তিনি।

আরও পড়ুনঃ বিনামূল্যে ইংরেজি শেখার সুযোগ করে দিলেন অরিজিৎ সিং

সূত্রে খবর, বেশ কয়েক দিন ধরেই শরীর খুব একটা ভাল যাচ্ছিল না তাঁর। রবিবারেও একটি অনুষ্ঠানে তাঁর মঞ্চে ওঠানামা করতে খানিক অসুবিধা হচ্ছিল। কিন্তু হাসপাতালে যেতে নারাজ ছিলেন তিনি। সোমবার রাতে আচমকাই তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে, শ্বাস নিতে পারছিলেন না পরিচালক। তড়িঘড়ি বাড়ির কাছাকাছি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। এই মুহূর্তে চিকিৎসা চলছে তাঁর।

প্রসঙ্গত, ২০১২ সালে 'ভূতের ভবিষ্যৎ' ছবির মাধ্যমে পরিচালক রূপে নতুন জার্নি শুরু করেন অনীক দত্ত। এরপর 'আশ্চর্য প্রদীপ', 'মেঘনাদবধ রহস্য', 'ভবিষ্যতের ভূত', 'বরুণবাবুর বন্ধু'-র মতো একের পর এক বাংলা ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি। সরকার-বিরোধী অবস্থানের জেরে হামেশাই চর্চায় থাকেন তিনি।

আরও পড়ুনঃ মুক্তি পেতে চলেছে বাংলাদেশের সিনেমা "পায়ের ছাপ"

গত বছর সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ নির্মাণের নেপথ্য কাহিনি নিয়ে ‘অপরাজিত’ তৈরি করেন অনীক দত্ত। গত বছরের অন্যতম সফল ছবি এটি।

English Summary: Director Anik Dutt was rushed to the hospital with severe breathing problems
Published on: 12 January 2023, 11:25 IST