বাড়ির ছাদে জাফরান চাষ করুন, পুরো প্রক্রিয়া এবং যত্নের টিপস জেনে নিন! কেন খিরি জাতের ভেড়া পশুপালকদের প্রথম পছন্দ হয়ে উঠছে? বৈশিষ্ট্য জানুন গ্রীষ্মে ট্র্যাক্টর ইঞ্জিনকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার ৫ টি কার্যকর উপায়!
Updated on: 28 July, 2023 4:15 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, ও  ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু ।

মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য দফতরের উদ্যোগে নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতিকে জাল ও হাঁড়ি তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন নন্দীগ্রাম এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মুক্তি মাইতি, কর্মাধ্যক্ষ মৌসুমি পানি, ও  ব্লক মৎস্যচাষ সম্প্রসারন আধিকারিক সুমন কুমার সাহু ।

আরও পড়ুনঃ প্রথমে করতেন ভিক্ষে, নন্দীগ্রাম-১ ব্লক মৎস্য বিভাগের সহয়তায় আজ সফল মাছ বিক্রেতা

নন্দীগ্রাম থানা মৎস্যজীবি সমবায় সমিতির সম্পাদক সেখ কাদের বক্স বলেন, “সমবায় ভিত্তিক মাছের উৎপাদনে চাষের সরঞ্জাম সামগ্রী হিসেবে পাঁচটা হাড়ি ও দুটি টানা জাল পেয়ে আমরা খুব খশি”।

আরও পড়ুনঃ খালে মাছ চাষ একটি অন্যতম রোজগারের পাথেয়

English Summary: Distribution of Farming Equipments in Cooperative Fish Production
Published on: 28 July 2023, 04:15 IST