এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 22 December, 2021 12:26 PM IST
ড্রোনের প্রকাশ করলেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর

কৃষিকে অর্থনৈতিক ভাবে সচ্ছল করার পাশাপাশি প্রযুক্তিগত দিক থেকে কি ভাবে  বিশ্ব মানের করা যায় সেই দিকেই এখন সরকারের দৃষ্টি ।  নতুন নতুন প্রযুক্তি দ্বারা কৃষিকে কি ভাবে আরও সমৃদ্ধ কারা যায় সে বিষয়ে চিন্তা ভাবনা চলছে ।  এ দিন  কেন্দ্রীয়  কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর কৃষিতে ড্রোন ব্যবহার আনুষ্ঠানিক ভাবে  উদ্ধোধন করেন। তিনি বলেন, কৃষিতে ড্রোন ব্যবহার করে কীটনাশক এবং অন্যান্য কাজ করা অনেক সহজ হবে । কৃষিকাজে  ড্রোন ব্যবহারের ফলে কৃষকদের অনেক উপকার হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়বে ।

কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর  বলেন , যে গত বছর দেশে যে পঙ্গপালের প্রাদুর্ভাব ঘটেছিল তার হাত থেকে ফসল বাচাতে  ড্রোন সহ নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছিল ।  আমাদের দেশে কৃষিনীতিগুলি সর্বদা কৃষি এবং কৃষকদের অগ্রাধিকারের কথা মাথায়  রেখে তৈরি করা হয়। কৃষি খাতে অগ্রগতিতে কৃষক ও বিজ্ঞানীদের অবদান অনেক বেশি। 

আরও পড়ুনঃ কৃষকদের জন্য কী কাজ করবেন তা স্পষ্ট করুনঃ রাকেশ টিকায়েত

কৃষিমন্ত্রী বলেন, আজ  উৎপাদনশীলতা বৃদ্ধির পাশাপাশি উন্নত মানের ও বৈশ্বিক চাহিদা পূরণকারী পণ্যের প্রয়োজন রয়েছে । ২০১৪  সাল থেকে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছিলেন।  কৃষকদের অ্যাকাউন্টে নগদ টাকা দিয়ে নজিরবিহীন কাজ করা হয়েছে । মহাজনদের উপর কৃষকদের নির্ভরতা কমাতে এবং চাষের জন্য সহজে ঋণ পেতে সরকার কিষাণ ক্রেডিট কার্ড তৈরি  করেছে।

আরও পড়ুনঃ জেনে নিন ঔষধি গাছের গুরুত্ব

English Summary: Drones in agriculture! Farmers will benefit, said the central government
Published on: 22 December 2021, 12:12 IST