এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 30 August, 2022 3:58 PM IST
প্রয়াত হলেন অর্থনীতিবিদ অভিজিৎ সেন

কৃষিজাগরণ ডেস্কঃ প্রয়াত হলেন অর্থনীতিবিদ প্রাক্তন পরিকল্পনা কমিশনের সদস্য এবং গ্রামীণ অর্থনীতির দেশের অন্যতম বিশেষজ্ঞ অভিজিৎ সেন।  সোমবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে  তার বয়স ছিল 72।

তাঁর ভাই ডাঃ প্রনব সেন বলেন, "রাত ১১টার দিকে তার হৃদরোগে আক্রান্ত হয়। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই, কিন্তু সেখানে পৌঁছানোর মধ্যেই সব শেষ হয়ে যায়।" চার দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে, অভিজিৎ সেন নয়াদিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ান এবং কৃষি খরচ ও মূল্য কমিশনের চেয়ারম্যান সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন।

তিনি 2004 থেকে 2014 পর্যন্ত পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন, যখন মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন।

English Summary: Economist Abhijit Sen passed away
Published on: 30 August 2022, 03:58 IST