এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 12 July, 2023 4:28 PM IST
প্রতীকী ছবি। ছবিঃ ফেসবুক

কৃষিজাগরন ডেস্কঃ অনন্ত মহারাজকেই রাজ্যসভার প্রার্থী করল বিজেপি। সূত্রের খবর বাংলা থেকে বিজেপির প্রথম প্রতিনিধি হিসাবে রাজ্যসভায় যাচ্ছেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক মঙ্গলবার বিকেলে ভোট গণনার মধ্যেই অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন।তারপরেই বিষয়টি সমনে আসে। এদিন বিকেলে প্রায় পৌঁনে এক ঘণ্টা অনন্ত মহারাজের সঙ্গে একান্তে কথা বলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক।

এই প্রথম বাংলা থেকে কোনও প্রতিনিধিকে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠাতে চলেছে বিজেপি। আগামী অগস্ট মাসে পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভার ছ’টি আসন খালি হচ্ছে। এছাড়া লুইজিনহো ফেলেইরোর ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন হতে চলেছে। জুলাই ও অগস্ট মাসেই রাজ্যসভায় একাধিক পদ ফাঁকা হচ্ছে। গুজরাট, গোয়া ও পশ্চিমবঙ্গ মিলিয়ে মোট ১০টি আসন ফাঁকা হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকেই সবথেকে বেশি সংখ্যক আসন ফাঁকা হচ্ছে রাজ্যসভায়। এই আসনগুলিতেই আগামী ২৪ জুলাই নির্বাচন হতে চলেছে।

আরও পড়ুুনঃ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমুল,বাদ শান্তা এবং সুস্মিতা,নতুন চমক!

এর আগে সোমবার মোট ৬ জনের নাম টুইটে জানায় তৃণমূল।কিন্তু বিজেপি থেকে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে জল্পনা চলছে দীর্ঘদিন ধরেই। অবশেষে সেই জল্পনায় ইতি পরতে চলেছে। পশ্চিমবঙ্গে রাজ্যসভার ৭টি আসনের মধ্যে ৬টি আসনে জয় নিশ্চিত তৃণমূলের। অপর আসনে ১টি আসনে জয় নিশ্চিত বিজেপির। সেই একমাত্র আসনে প্রার্থী ঘোষণা করল গেরুয়া শিবির। 

আরও পড়ুনঃ খারিজ রাহুল গান্ধীর আবেদন,তবে কী এবার জেলে যেতে হবে রাহুল গান্ধীকে?

English Summary: End of speculation! BJP has nominated Anant Maharaj as Rajya Sabha candidate
Published on: 12 July 2023, 04:28 IST