এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 11 July, 2023 12:19 PM IST

কৃষিজাগরণ ডেস্কঃ আজ, মঙ্গলবার ভোট গণনার দিনও জেলায় জেলায় অশান্তি অব্যাহত।আর এই আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যে ফিরলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি সফর শেষে আজ সকালে কলকাতায় এসে পৌঁছে যান বোস। আর সকাল আটটা নাগাদ বিমানবন্দর থেকে বেরিয়েই হিংসার বিরুদ্ধে কড়া বার্তা দেন রাজ্যপাল।

এদিন বিমানবন্দর থেকে বেরিয়েই তিনি বলেন, 'বাংলায় হিংসার বিরুদ্ধে লড়াই চলবে। যারা হামলা চালিয়েছে তাদের উপর অভিশাপ নেমে আসবে। আইন ভাঙার কড়া শাস্তি পাবে দুষ্কৃতীরা।' 

আরও পড়ুনঃ প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমুল,বাদ শান্তা এবং সুস্মিতা,নতুন চমক!

শনিবার পঞ্চায়েত ভোট ঘিরে অশান্ত হয়ে ওঠে গোটা বাংলা। বাসন্তী থেকে দিনহাটা, মুর্শিদাবাদ থেকে কোচবিহার- ভোট হিংসায় রক্তাক্ত হয়েছিল বাংলা। শুধু ভোটের দিনই প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন।পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে নির্বাচন মিটতে না মিটতে রবিবার দিল্লি পৌঁছে যান সিভি আনন্দ বোস।

দিল্লি সফর শেষে আজ সকাল সকাল কলকাতায় এসে বিমানবন্দর থেকে বেরিয়েই হিংসার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস এদিন বলেন, 'যারা রাজনৈতিক কন্ট্রোল রুমে বসে এবং গুন্ডাদের রিমোট কন্ট্রোলে চালিত করে হিংসার উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।'

আরও পড়ুনঃ খারিজ রাহুল গান্ধীর আবেদন,তবে কী এবার জেলে যেতে হবে রাহুল গান্ধীকে?

রাজ্যপালের হঠাৎ দিল্লি সফর ঘিরে জল্পনা ছিল তুঙ্গে। অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করতে রবিবার বিকেলে দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যপাল বোস। বিমানে ওঠার আগে বলেছিলেন, মুক্ত বাতাসে শ্বাস নিতে যাচ্ছি।

English Summary: Explosive Governor Bose returns to the state after breathing free air
Published on: 11 July 2023, 12:19 IST