এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 11 April, 2022 5:18 PM IST
মাঠে ভরে উঠেছে সোনালী রঙের ধানে

বোরো ধানের ফলনে কৃষকের মন আনন্দে ভোরে উঠছে। তাই কৃষকরা ক্ষেতের দোল খাওয়া ধান দেখে স্বপ্ন বুনছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। 

এবার  রাজ্য়ে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ৫ লাখ হেক্টরের বেশি। বর্তমানে বোরো ধানের বয়স হয়েছে ৯০ থেকে ১০০ দিন। আর মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ধান কাটা মাড়াই শুরু হবে। এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। অপরদিকে এবার আউশ ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬২ হাজার হেক্টরের বেশি জমিতে। আউশ ধানও বপন ও পরিচর্যা শুরু হয়েছে অনেক স্থানে। 

কৃষি বিভাগের আধিকারিকরা সার্বক্ষন মাঠে কাজ করছেন। আধিকারিকরা  প্রতিদিন মাঠ পর্যায়ে কৃষি বিভাগের যারা কাজ করছেন তাদের সাথে যোগাযোগ রেখে চলেছে।

আরও পড়ুনঃ জেনে নিন মালচিং পদ্ধতিতে চাষ করে কিভাবে কম খরচে বেশি টাকা আয় করবেন

গত বছর ধানের ভালো দাম পেয়ে কৃষকরা  চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো চাষ করছেন । এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে। কৃষকরা বলছেন, ধানের দাম ভালো পেয়ে আরও উৎসাহ নিয়ে আবাদ করছেন। তবে এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের।

আরও পড়ুনঃ ভিয়েতনাম থেকে আসছে লাল কাঁঠাল,চাহিদা বাড়ছে ধীরে ধীরে, আজই শিখে নিন চাষ পদ্ধতি

English Summary: Farmers are overjoyed at the Boro paddy crop, thinking only about the right price!
Published on: 11 April 2022, 05:16 IST