Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 10 December, 2022 11:48 AM IST
অভিনব পদ্ধতিতে ১ একর জমিতে ১৫০ কুইন্টাল আলু উৎপাদন করে তাক লাগালেন উত্তরপ্রদেশের কৃষক (প্রতীকী ছবি)

মানুষ যত আধুনিকরনের মধ্য দিয়ে হাঁটছে কৃষিক্ষেত্র ততই উন্নত হচ্ছে। সম্প্রতি একএকর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলু উৎপাদন করে সকলকে অবাক করে দিয়েছেন এক কৃষক। ভারতের উত্তরপ্রদেশের এক কৃষক রামশরণ শর্মা তাঁর নিজস্ব ১ একর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন করেছেন। কৃষকের এমন চমকপ্রদ ঘটনায় শোরগোল পরে গিয়েছে গোটা দেশ জুড়ে।

এত বেশি আলু উৎপাদনের রহস্য সম্পর্কে বলতে গিয়ে কৃষক রামশরণ শর্মা জানান, আলু চাষ করতে গিয়ে তাঁর ৩০ শতাংশ জল কম খরচ হয়েছে। জলের পরিমান কম হওয়ার কারনে তাঁর মুনাফা অনেকটাই বেড়ে গিয়েছে। এবং এক একর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন করার ফলে খরচের পরিমান কমে গিয়ে লাভের পরমান অনেকটাই বেড়ে গিয়েছে। এছাড়াও কৃষক রামশরণ শর্মা জানান, আলু চাষ করার সময় জমিতে আল বানিয়ে তাঁর মধ্যে আলু কেটে পুঁতে দিতে হয়। সেক্ষেত্রে আল ১২ থেকে ১৪ ইঞ্চি মোটা হয়। সাধারণত ১২ থেকে ১৪ ইঞ্চির আলে ১০০ থেকে ১২০ কুইন্টাল আলু উৎপাদন হয়। কিন্তু কৃষক রামশরণ শর্মা একটু বুদ্ধির লাগিয়ে তাঁর ১ একর জমিতে ৫৬ ইঞ্চির আল তৈরি করেন এবং আলু পুঁতেন। যার ফলে তাঁর জমিতে ১৫০ কুইন্টালেরও বেশি আলুর উৎপাদন হয়।

আরও পড়ুনঃ বাচ্চাদের রাসায়নিক মুক্ত খাবার খাওয়াতে চাষবাস শুরু করলেন মা...গল্পটি খুবই অনুপ্রেরণাদায়ক

বর্তমানে কৃষিক্ষেত্রে নানা ধরনের টেকনিক ব্যবহার করে চাষ করেছেন কৃষকরা। শুধু তাই না উন্নত মানের যন্ত্রাদিও ব্যবহার করছেন। ফলে ফসলের উৎপাদন বাড়াতে সক্ষম হচ্ছেন তাঁরা। যার জেরে এক ধাক্কায় মুনাফার পরিমান অনেকটাই বেড়ে যাচ্ছে। এই সব কিছুর মধ্যেই পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত কৃষক রামশরণ শর্মা নিজ বুদ্ধির জোরে এক একর জমিতে ১৫০ কুইন্টালের বেশি আলু উৎপাদন করে নতুন একটি রেকর্ড তৈরি করলেন। এর আগে তিনি কলা এবং টম্যাটোর ফলন করে সবাইকে চমকে দিয়েছিলেন।

আরও পড়ুনঃ আপনি যদি জৈব চাষ করার পরিকল্পনা করেন, তাহলে এই ৫ টি স্কিম আপনার জন্য

English Summary: Farmers of Uttar Pradesh produced 150 quintals of potatoes on 1 acre of land
Published on: 10 December 2022, 11:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)