Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 11 December, 2022 1:50 PM IST
বোরো চাষে মিলবে না সেচের জল! চিন্তায় কৃষকরা (সংগৃহীত ছবি)

চলতি বছরেও বোরো চাষের জন্য জল মিলবে না কাঁকসার সংলগ্ন এলাকা গুলিতে। এবারে কাঁকসার দুর্গাপুর ব্র্যাঞ্চ ক্যানাল ও পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল সম্পূর্ণ বন্ধ থাকবে ফলে আমলাজোড়া পঞ্চায়েত ছাড়া অন্য পঞ্চায়েত এলাকা গুলিতে বোরো চাষের জন্য জল মিলবে না। সেচ দফতর সুত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।  

সুত্রের খবর অনুযায়ী, এই দুটি সেচ খালের সংস্করণের কাজ চলছে। তাই গত বারের মত এবারেও মিলবে না বোরো চাষের জল। বোরো ধান মূলত সেচ নির্ভর। সেচ নির্ভর বোরো ধানের চাষ বেশি হয় কাঁকসা ব্লকে। ডিভিসি-র সেচখালের মাধ্যমে, দুর্গাপুর ও পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল থেকেই জল মেলে পশ্চিম বর্ধমানের কাঁকসার সংলগ্ন এলাকা গুলিতে। আমন ধান চাষে সেচ খাল থেকে জল মিললেও বোরো ধান চাষের জন্য সেচ খাল গুলি থেকে জল মেলে না। তবে চাষের জন্য বেশ কিছু জায়গায় সাবমার্সিবল রয়েছে।

আরও পড়ুনঃ শীতের মরশুমে পাখিদের অমরকানন উত্তরবঙ্গ

কৃষি দফতর সূত্রে খবর, ব্লকে ডিভিসি-র সেচ খাল থেকে প্রায় সাড়ে তিন হাজার হেক্টর জমিতে সেচের জল পাওয়া যায়। তবে এবার পানাগড় ব্র্যাঞ্চ ক্যানাল ও দুর্গাপুর ব্র্যাঞ্চ ক্যানালে থেকে সেচের জল না মিললেও। দামোদর মেন ক্যানালে এবার জল মিলবে। ফলে আমলাজোড়া পঞ্চায়েত এবং গলসি-সহ পূর্ব বর্ধমানের চাষিরা অনেকটাই উপকৃত হবে বলে মনে করছে কৃষি দফতর।

এছাড়াও জানা গিয়েছে, গত বছর থেকে বিশ্বব্যাঙ্কের টাকায় ওই দুটি ক্যানালের সংস্কার কাজ শুরু হয়েছে। সংস্করণের কাজ তিন বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এবারেও চাষের জল না পাওয়ায় হতাশ হয়েছেন চষিরা। তবে এবারে যে সমস্ত এলাকায় জলের ব্যবস্থা করা যাবে, সেই এলাকাগুলিতে মুসুর, কলাই, ছোলা চাষ করা যেতে পারে। এমনই পরামর্শ দিয়েছেন কৃষি দফতর।  

English Summary: Farmers will not Irrigation water Boro farming
Published on: 11 December 2022, 01:50 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)