অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই জাতের ছাগল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটি প্রতিদিন ৩ লিটার দুধ দেয়!
Updated on: 23 February, 2022 12:20 PM IST
এই ই-স্কুটার চালিয়ে নির্দ্বিধায় সফর করুন! লাগবে না ড্রাইভিং লাইসেন্স

দিন দিন বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম। এই অবস্থায় সাধারণ মানুষের পেট্রোল দ্বারা চালিত গাড়ি চালাতে হিমশিম খেতে হচ্ছে। তবে সবকিছুর জন্য বর্তমানে বিকল্প আনে আধুনিক প্রযুক্তি। তাই এই সমস্যার সমাধান খুঁজতেও তাঁদের দেরি হয়নি। বর্তমানে বাজারে চলে এসেছে ইলেকট্রিক স্কুটার। একবার চার্জ দিলেই শহরের মধ্যে ঘুরে বেড়ানর জন্য এর থেকে ভালো বিকল্প আর কিছু হতেই পারেই না। এবার ভারতের বাজারে পা দিল সুইডেনের জনপ্রিয় দু’চাকা গাড়ির সংস্থা হাস্কভার্না।

আর কিছুদিনের মধ্যেই ভারতে লঞ্চ হতে চলেছে এই  গাড়ি। টারের নাম দেওয়া হয়েছে হাস্কভার্না ভেক্টর। গাড়িতে রয়েছে অসাধারণ ফিচার। এই স্কুটারে রয়েছে  ডিজিটাল ইনস্ট্রুমেন্ট প্যানেল এবং একটি ফুল-এলইডি লাইটিং-সহ কিছু আকর্ষণীয় ফিচার্স ও স্পেসিফিকেশনস। প্রতি ঘণ্টায় ৪৫ কিমি ছুটবে এই গাড়ি। গাড়িটি ৯৫ রেঞ্জের। একবার চার্জ দিলে যাবে ৯৫ কিমি।

এই গাড়ি নেওয়ার আরও একটি অন্যতম আকর্ষণ হল এই গাড়ি চালালে লাগবে না ড্রাইভিং লাইসেন্স। অর্থাৎ যাদের আপাতত ড্রাইভিং লাইসেন্স নেই তারা এই গাড়ি চালিয়ে শহর সফরের মজা নিতেই পারেন। আর কিছুদিনের মধ্যেই বাজারে আসবে এই স্কুটার। ইতিমধ্যেই সমস্ত টেস্ট সেরে ফেলা হয়েছে।

English Summary: Feel free to ride this e-scooter! No driving license required
Published on: 23 February 2022, 12:20 IST