কৃষিজাগরন ডেস্কঃ উত্তরপ্রদেশের ফিরোজাবাদে এখনও সারের ঘাটতি রয়েছে। কৃষকরা তাদের ফসলের জন্য ডিএপি পাচ্ছেন না। এদিকে, ফিরোজাবাদ জেলার জাসরানা এলাকার অর্থ সমবায় সমিতি সেওন্দায় সার বিতরণের সময় কৃষকদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়।
সার বিতরণের সময় একদিক থেকে কেউ রিভলবার থেকে গুলি চালায়। সেই গুলি গিয়ে এক কৃষকের পায়ে লাগে। আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। প্রকৃতপক্ষে, সিওন্ডা গ্রামের কৃষকদের পাশাপাশি আশেপাশের এলাকার কৃষকরাও ডিএপি নিতে সোমবার পৌঁছেছিলেন।
আরও পড়ুনঃ বাজারে ফের ‘রুপালি শষ্য’,গতবারের চেয়ে ইলিশের উৎপাদন বাড়ল ৪ শতাংশ
সার বিতরনের সময় সার নেওয়াকে নিতে তাড়াহুড়ো করাকে কেন্দ্র করে সেওন্দার কৃষক ও খেরিয়া আহমদ গ্রামের কৃষকদের মধ্যে সংঘর্ষ বাধে, প্রথমে গালিগালাজ হয়, পরে হঠাৎ উপদেশ নামে এক ব্যক্তি গুলি চালায়। গুলিটি সেওন্দার বাসিন্দা বিজেন্দ্রের পায়ে লাগে।তাকে তরিঘরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অভিযুক্ত পলাতক।
আরও পড়ুনঃ ঋনের টাকা আদায় করার এটাই কি নতুন পন্থা ?
জাসরানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় পাল সিং বলেছেন, যে গুলি চালিয়েছিল তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। আহত বিজেন্দ্র আশঙ্কামুক্ত। একই সঙ্গে এসডিএম বলছেন, পুলিশের তত্ত্বাবধানে ডিএপি বিতরণ করা হচ্ছে, তারপরও দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, এখন অতিরিক্ত পুলিস মোতায়েন করা হয়েছে।