পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 11 February, 2019 1:17 PM IST

রাশিয়ার নোভায়া জেমলিয়া দ্বীপের লোকালয়ে ঢুকে পড়েছে প্রায় ৫২ টি বিপন্ন প্রজাতির পোলার বিয়ার। সেখানকার মানুষদের মতে সেখানে এ্রর আগে পোলার বিয়াররা কখনো আসেনি। আতঙ্কের জেরে দিশেহারা জেমলিয়া দ্বীপের মানুষজন, জারি হয়েছে জরুরি অবস্থা।

এই দ্বীপে প্রায় ৩০০০ মানুষের বাস। মানুষ পোলার বিয়ারের ভয়ে বাড়ির বাইরে যেতে পারছেনা। ছোটদের স্কুলেও পাঠানো যাচ্ছে না। মেরু ভাল্লুকগুলির মধ্যে কিছু ভাল্লুক আবার আক্রমণাত্মকও হয়ে উৎছে।

পোলার বিয়াররা বিপন্ন প্রজাতির প্রাণী তাই এদের গুলি করে মারা নিষিদ্ধ। পরিবেশবিদদের মতে বিশ্ব উষ্ণায়ণের কারণে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে তাই তাদের খাদ্যাভাব হচ্ছে। আতঙ্কিত মেরুভাল্লুকেরা খাবার সন্ধানে জনবসতি এলাকায় ঢুকে পড়ছে। তাই গত ডিসেম্বর থেকে তারা ঢুকতে আরম্ভ করেছে। কিভাবে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে যাওয়া যাবে সে বিষয়ে উদ্দিগ্ন পরিবেশবিদরা ও সেখানকার স্থানীয় প্রশাসন।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: First time polar bear entered in residential area
Published on: 11 February 2019, 01:17 IST