রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 31 August, 2018 1:44 AM IST

আজ ময়নাগুড়ি বি ডি ও অফিসে জলপাইগুড়ি জেলা মৎস দফতর ও ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির উদ্যোগে মৎস চাষীদের নিয়ে "মৎস চাষী দিবস" পালন করা হলো। আলোচনার বিষয় বস্তু ছিল আরো কি ভাবে উন্নত পদ্ধতিতে মৎসচাষ করা যায় এবং সরকারি সুযোগ সুবিধা গুলি কি ভাবে মৎস চাষীদের কাছে পৌঁছনো যায়।এই আলোচনায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি শ্রী সুভাষ বোস,বি.ডি.ও শ্রীমতি শ্রেয়সী ঘোষ,ও অতিরিক্ত জেলা মৎস অধিকারী ডক্টর শঙ্খ চক্রবর্তী,শ্রী আর.এস.লেপচা (কারিগরী) এবং শ্রী প্রদীপ রায়(এফ.ই.ও)।এছাড়াও উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা মৎসচাষীরা ।এই অনুষ্ঠানে ব্লকের সেরা মৎস চাষী(২০১৭-২০১৮) হিসেবে প্রথম হিসেবে পুরস্কার পেলেন পদমতি ২ নঃ গ্রাম পঞ্চায়েতের মৎসচাষী শ্রী মলিন চন্দ্র সেন।দ্বিতীয় ও তৃতীয় হলেন যথাক্রমে কন্যাবাড়ির শ্রী দিবাকর দাস ও মাধবডাঙ্গার শ্রী পুশুনাথ রায়।

- অমরজ্যোতি রায়

English Summary: Fishery day
Published on: 31 August 2018, 01:44 IST