'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 28 February, 2019 5:55 PM IST

ভারতের খাদ্যশস্যের উৎপাদন ২০১৮-১৯ সালে ১ শতাংশ কমে ২৮১.৩৭ মিলিয়ন হবে। ধানের ভালো উৎপাদন হয়েছে কিন্তু ডালশস্যের উৎপাদন কম হয়েছে। ২০১৭-১৮ সালে শস্য বছরে (জুন-জুলাই) ভারতে খাদ্যশস্য উৎপাদনের পরিমাণ ছিলো ২৮৪.৮৩ মেট্রিক টন। ২০১৮ সালে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বর্ষা স্বাভাবিকের থেকে ৯ শতাংশ কম হয়েছে। তথ্য অনুযায়ী ধানের উৎপাদন ২০১৮-১৯ সালে আগের বছরের ১১২.৯১ মেট্রিক টন থেকে বেড়ে ১১৫.৬০ মেট্রিক টন হবে। গমের উৎপাদন আগের বছরের তুলনায় কিছুটা হ্রাস পাবে, আগের বছরের ৯৯.৭০ মেট্রিক টনের তুলনায় এবারে উৎপাদন হয়েছে ৯৯.১২ মেট্রিক টন।

ডালশস্যের উৎপাদনও আগের বছরের তুলনায় হ্রাস পেয়েছে আগের বছরের ২৫.২৩ মেট্রিক টনের তুলনায় ২৪.০২ মেট্রিক টন হয়েছে। তৈলবীজ উৎপাদন ২০১৮-১৯ সালে ৩১.৫০ মেট্রিক টন হয়েছে যা আগের বছরে ৩১.০৩ মেট্রিক টন ছিলো। আখের উৎপাদন আগের  বছরের ৩৭৬.০৯ মেট্রিক টন থেকে বেড়ে ৩৮০.৮৩ মেট্রিক টন হয়েছে। তুলোর উৎপাদন আগের বছরের ৩৪.৮৮ মিলিয়ন গাঁট (১৭০ কেজি প্রতি গাঁট)-র থেকে এবছর উৎপাদন হয়েছে ৩০.০৯ গাঁট। পাটের উৎপাদন ১০.০৭ মিলিয়ন গাঁট (১৮০ কেজি প্রতি গাঁট) যা আগের বছরে ছিলো ১০.১৩ মিলিয়ন গাঁট। গত কয়েক বছরে ভারতে খাদ্যশস্য, তৈলবীজ, তুলো, আখ, ফল ও সবজির উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল তারফলে কৃষকরা তাদের ফসলের কম দাম পেয়েছিল।  

সুত্র- মানি কন্ট্রোল

- দেবাশীষ চক্রবর্তী    

English Summary: Food crops rates are decreasing
Published on: 28 February 2019, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)