এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 17 December, 2022 11:04 AM IST
কৃষকদের হয়রানি কমাতে ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ালো খাদ্য দফতর (সংগৃহীত ছবি)

রাজ্যের বিভিন্ন জেলায় আধিকাংশ জমির ধান কাটা প্রায় শেষের দিকে। উঠোনে ধান গোলা ভরা খুশিতে ওঠে মেতে উঠেছে কৃষকদের মন। ঠিক এই সময় কৃষকদের কথা ভেবে খাদ্য দফতর পূর্ব বর্ধমান জেলায় ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ালো। এর ফলে যে সমস্ত চাষিরা ধান বিক্রি করতে চাই তাঁদের ধান বিক্রিতে অনেকটাই সুরহা হবে। কৃষকদের ধান বিক্রির হয়রানি কমাতেই এই উদ্যোগ।

সুত্রের খবর অনুযায়ী, পূর্ব বর্ধমানে জেলার কৃষকদের কাছ থেকে ৪০ টি ধান ক্রয় কেন্দ্র থেকে সহায়ক মুল্যে ধান কেনা হচ্ছে। এছাড়াও খাদ্যদফতর ১০৫ টি সমবায় সমিতকে ধান কেনার দায়িত্ব দিয়েছে। ৮২ টি সংঘ ধান কিনবে। এই বিষয়ে কৃষি দফতরের এক আধিকারিক জানান, বর্ষার ধান তোলার সময়ে প্রাকৃতিক বিপর্যয় ঘটে যার ফলে কৃষকরা সমস্যার সম্মুখীন হয়। এমনকি গত বছরও বর্ষার ধান তুলতে নাজেহাল হয়ে গিয়েছিল কৃষকরা। তবে এবারে ধান তোলার জন্য অনুকূল পরিবেশ ছিল। তাই ধান আদায় করতে কৃষকদের কোনো সমস্যা হয়নি। যার ফলে বার ধানের উৎপাদন অনেকটাই বাড়বে। গত বারের তুলনায়।

আরও পড়ুনঃ বেআইনি পোস্তচাষে রাশ টানতে বিশেষ পদক্ষেপ পুলিশের...

এছাড়াও খাদ্য দফতর সুত্রে খবর, রাজ্য শস্য ভাণ্ডার পূর্ব বর্ধমান জেলায় খুব ভালো ও উৎকৃষ্ট মানের ধান হয়। একারনে দক্ষিণবঙ্গের ৮ টি জেলায় চাল সরবরাহ করা হয় এই জেলা থেকে। এখানকার ধান থেকে চাল তৈরি করে মিড ডে মিল-সহ গণবন্টন ব্যবস্থা সরবরাহ করা হয়। বলা চলে রাজ্যের গনবণ্টন ব্যবস্থা অনেকটাই পূর্ব বর্ধমান জেলার উপর নির্ভরশীল। আর সেকারনেই সরকারী সহায়ক মুল্যে পূর্ব বর্ধমান জেলা থেকে ধান ক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে খাদ্য দফতর।

English Summary: Food Department has increased to sell paddy in Purba Bardhaman District, West Bengal, India
Published on: 17 December 2022, 11:04 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)