পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 11 September, 2019 6:45 PM IST

রিলায়েন্স ফাউন্ডেশনওয়েস্ট বেঙ্গল ভেটেনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন নদীয়া জেলা কমিটি এর উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় প্রাণী পালক ভাই ও বোনেদের নিয়ে বিনামূল্যে প্রাণী স্বাস্থ্য শিবির কর্মসূচি চলছে। এই কর্মসূচিতে প্রাণীদের ভ্যাকসিন, কৃমিনাশক ঔষধ , ও ভিটামিন বিনামূল্যে প্রদান করা হয়। ইংরেজি ২৫/0৮/২০১৯ তারিখে নদীয়া জেলার, কল্যাণী ব্লকের, চরযদুবাটি গ্রামে গরু, গাভী, বকনা, ছাগল, মহিষ, হাঁস ও মুরগীকে বিভিন্ন রকম চিকিৎসা দেওয়া হয়। যেমন, পেট ফাঁপা, চুনাভ , দীর্ঘমেয়াদি জ্বর, গর্ভধারণ সমস্যা , গর্ভ পরীক্ষা, রক্ত পায়খানা , পেট ফাঁপা এসব ধরনের ট্রিটমেন্ট গবাদি পশুদের দেওয়া হয় ও তাদের বিনামূল্যে ঔষধ পত্র দেওয়া হয়।

এই পশু স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক হিসেবে ড: দেবাশীষ জানা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এ আর ডি কৃষ্ণনগর ও ড: দীপঙ্কর চক্রবর্তী, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এ আর ডি, কল্যাণী। এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য ডাক্তারবাবু, প্রাণী সেবিকা, প্রাণী বন্ধু ও রিলায়েন্স ফাউন্ডেশন এর কর্মীবৃন্দ। আগামী দিনে রিলায়েন্স ফাউন্ডেশন এই ধরনের বিনামূল্যে পশু স্বাস্থ্য শিবির বিভিন্ন জেলার আয়োজন করবে।

 

তথ্য সুত্র –

প্রদ্বীপ পান্ডা

রিলায়েন্স ফাউন্ডেশন

 

 

 

 

English Summary: Free-animal-health-camp-in-nadia-district
Published on: 11 September 2019, 06:45 IST