Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 1 July, 2022 6:05 PM IST

টাকা পয়সার অভাবে অনেকেই পাননা সঠিক চিকিৎসা। অনেকেই নিজের পকেটের কথা চিন্তা করে চিকিৎসকের দরজায় যেতেই ভয় পান। এভাবেই নিজেদের অজান্তেই অনেক আক্রান্ত হন কঠিন রোগে। রোগগ্রস্ত হয়ে অনেকে মারাও যান অকালে। সেই সব দুঃস্থ মানুষদের কথা মাথায় রেখে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের Health Camp আয়োজন করল লোটাস ফিট ফাউন্ডেশন।

নদীয়া জেলার  মাঝেরচর এলাকায় লোটাস ফিট ফাউন্ডেশনের উদ্যোগেই হল এই স্বাস্থ্য পরীক্ষা শিবির Health Camp ।বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করাতে পেরে খুশি হয়েছেন এলাকার মানুষজন।

এদিন প্রায় ১৫০ জন দুঃস্থ মানুষকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা । মূলত এদিন করা হয় ই.সি.জি, সি.বি. জি, মাপা হয় ব্লাড প্রেসার , সুগার ইত্যাদি । এ নিয়ে লোটাস ফিট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডঃদেবাশিষ সরকার জানান ” টাকা পয়সার অভাবে ভারতের বহু মানুষ সঠিক চিকিৎসা পায় না। আমাদের উদ্দেশ্য লোটাস ফিট ফাউন্ডেশনের মাধ্যমে প্রতিটি মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া।  টাকা পয়সার কারনে যেসব মানুষ চিকিৎসা করাতে পারেন না। তাদের কথা চিন্তা করে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল। এলাকার মানুষের ভালই সাড়া দিয়েছেন। আগামীতে আবারও পশ্চিমবাংলার বিভিন্ন গ্রামে বিনামূল্যে চিকিৎসার ব্যাবস্থা করা হবে।”

এই সাস্থ্য পরিক্ষা শিবিরটি আরও একটি দিক থেকে বিশেষ। কারন এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন কল্যাণী এইমস এর চিকিৎকরা। উপস্থিত ছিলেন ডঃরিতেশ সিংহ, ডঃসৌপর্ন সরকার সহ আরও অনেকে। স্থানীয় বাসিন্দারা এইমস এর চিকিৎসকদের কাছে পেয়ে খুবই খুশি । এভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাবস্থা করে দুঃস্থদের অনেক উপকার করেছে লোটাস ফিট ফাউন্ডেশন।। এরকম বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যাতে আবারও হয় তার জন্য অনুরোধ করেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুনঃ পদ্মা থেকে জল এনে সেচ কার্যক্রম করা হবে বরেন্দ্র অঞ্চলে

সাধারণতত আমরা কেউই স্বাস্থ্য পরীক্ষার দিকে নজর দিই না । বড় কোনও রোগ ব্যাধি বাঁধলে ছুটো ছুটি করি আমরা। এছাড়াও করোনা আবহে বহু মানুষ চিকিৎসা করাতে যেতে পারেননি দূর-দূরান্তে । ফলে এভাবে যদি সর্বত্র বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হয় তাহলে উপকৃত হবেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ ডায়মন্ড হারবারের মানুষের জন্য চালু হল এক ডাকে অভিষেক

সুত্রঃ লাইমলাইট নিউজ 

English Summary: Free Health Checkup Camp Organized by Lotus Fit Foundation
Published on: 01 July 2022, 06:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)