রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 15 May, 2018 12:33 AM IST

ফিউমিগেশান এখন কৃষি কাজে খুবই চালু একটি প্রক্রিয়া, পোকা মাকড় দমন থেকে শুরু করে ফসলের সুরক্ষায় ফিউমিগেশান খুবই কাজে দেয়। কিন্তু এই প্রক্রিয়াটি সঠিক ভাবে পালন করতে চাই উপজুক্ত ফিউমিগাটিং কভারের।

এই প্রক্রিয়ায় ফিউমিগ্যান্ট হিসেবে কোনও কীটনাশক বা ছত্রাক নাশক দেওয়া হয় একটি বদ্ধ প্লাস্টিকের চেম্বারের মধ্যে। পলিথিলিন ফিল্ম গুলি এক্ষেত্রে লিক প্রুফ থাকা খুবই গুরুত্বপূর্ণ।

সিল্পাউলিনের LDPE তারপলিন এক্ষেত্রে খুবই উপযোগী। আবহাওয়ার পরিবর্তন কৃষিজ পন্যের ওপর খুবই প্রভাব ফেলে। খাদ্যশস্য ও ডাল জাতীয় শস্য এই উন্নত মানের প্লাস্টিকের দ্বারা ঢেকে রাখা হয় সাথে সাথে এরমধ্যে পেস্ট কন্ট্রোল করা হয়। ঝড়, জল, ধুলো, বালি থেকে ফসল সুরক্ষিত রাখে ও বিভিন্ন কীটনাশক, ছত্রাক নাশক থেকেও সুরক্ষা দেয়।

- তন্ময় কর্মকার

 

English Summary: Fumigation
Published on: 14 May 2018, 11:43 IST