কৃষিজাগরন ডেস্কঃ প্রকাশিত হল পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের নতুন তালিকা। এই তালিকায় আপনার নাম না থাকলে আপনি Pm Kisan Samman Nidhi-র ১৩তম কিস্তির টাকা পাবেন না।নতুন তালিকায় যে সকল কৃষকদের নাম থাকবে শুধুমাত্র সে সকল কৃষকরাই এই প্রকল্পের সুবিধা গ্রহন করতে পারবেন।
কিভাবে Pm Kisan –এর নতুন তালিকা চেক করবেন ?
১) প্রথমে আপনাকে PM Kisan এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Beneficiary List এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে State>District>Sub-District>Block>Village সিলেক্ট করে Get Report এ ক্লিক করুন।
৪) এরপর আপনার সামনে আপনার গ্রামের সমস্ত Beneficiary এর নামের List চলে আসবে।এরপর দেখে নিন আপনার নাম রয়েছে কিনা।
আরও পড়ুনঃ ভেড়ার মধ্যে এই রোগগুলি খুব বিপজ্জনক,পালনের আগে জেনে নিন খুঁটিনাটি
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার আওতায় যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর ৬০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়। প্রতি বছর তিনটি সমান কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা স্থানান্তর করা হয়। এই কিস্তিগুলি প্রতি চার মাস অন্তর পাঠায় সরকার। অর্থাৎ বছরে তিনবার, ২০০০ টাকা করে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। কেন্দ্রীয় সরকার এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠায়।
আরও পড়ুনঃ জৈব সার তৈরি করে তাক লাগিয়ে দিলেন বিহারের মহিলারা,জেনে নিন বিশেষত্ব