পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 24 July, 2019 11:25 AM IST

সেন্ট্রাল ড্রাগ কোয়ালিটি কন্ট্রোল বোর্ড ঘোষণা করেছে , বাজারে নিম্ন মানের ওষুধ বিক্রি করছে কিছু সংস্থা। একটি গবেষণায় দেখা গেছে, ২৬ ধরণের নিম্ন মানের ওষুধ রয়েছে বাজারে। আমাদের দেশে ওষুধ এবং ট্যাবলেট তৈরি ও বিক্রির জন্য সাধারণত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের অনুমোদন প্রয়োজন হয়। সম্প্রতি ওষুধের মান পরীক্ষা করে দেখার জন্য তাই সরকারের পক্ষ থেকে পরিদর্শন পরিচালিত হচ্ছে এবং ওষুধের গুণমান বিচার করে সেখানে অনুমতি ফলক (লাইসেন্স) জারি করা হচ্ছে।

জুন মাসের সমীক্ষা বলছে, গবেষণায় ৮৪৩ রকমের ওষুধ পরীক্ষা করে দেখা হয়েছে। এগুলির মধ্যে ৮১৭ রকমের ওষুধগুলি উচ্চমানের, বাকি ২৬ ধরণের ওষুধগুলি নকল এবং নিম্ন-মানের। অথচ এই ২৬ ধরণের ওষুধগুলিই ব্যবহৃত হয় ডায়রিয়া, কাশি, বিভিন্ন ধরণের ইনফেকশন, আলসার ইত্যাদি রোগ দ্রুত নিরাময়ের জন্য।

প্রধানত উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে জাল ওষুধ তৈরির কারখানাগুলি আছে। তবে আশার কথা এই যে, সেন্ট্রাল ড্রাগ কোয়ালিটি কন্ট্রোল বোর্ড জানিয়েছে, এইসব জাল ও নিম্ন মানের ওষুধ তৈরি ও বাজারে বিক্রির জন্য সংস্থাগুলির উপরে তারা কঠিন পদক্ষেপ নেবে।

English Summary: Government- banned- fake- drugs
Published on: 24 July 2019, 11:25 IST