Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 3 July, 2021 4:38 PM IST
Group-C recruitment (image credit- Google)

নেতাজি সুভাষ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে (Netaji Subhas Institute of Technology Group) গ্রুপ-সি সহ বিভিন্ন পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ চলছে | অনলাইন এপ্লিকেশনের মাধ্যমে প্রার্থীরা আবেদন করতে পারেন | যেকোনো ভারতীয় নাগরিক এই পদগুলিতে আবেদন করতে পারবেন |

পদের নাম(Designation):

লোয়ার ডিভিশন ক্লার্ক (Lower Division Clerk) |

শূন্যপদ (Vacancy):

মোট ৩৫টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ | সঙ্গে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপ করা গতি থাকতে হবে |

বেতন(Salary):

প্রতিমাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা |

পদের নাম(Designation):

জুনিয়র স্টেনো (Junior Steno) |

শূন্যপদ(Vacancy):

মোট ১০টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ | সঙ্গে স্টেনোগ্রাফি স্পিড প্রতি মিনিটে ৮০টি শব্দ হতে হবে | পাশাপাশি কম্পিউটারে ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ লিখতে হবে |

বেতন(Salary):

প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ টাকা |

পদের নাম:

আপার ডিভিশন ক্লার্ক (Upper division clerk) |

শূন্যপদ(Vacancy):

মোট ০৮ টি |

আরও পড়ুন -Oil India Recruitment 2021: অয়েল ইন্ডিয়ার ১২০টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ শুরু

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ |

বেতন(Salary):

প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ |

পদের নাম(Designation):

লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট |                 

শূন্যপদ(Vacancy):

মোট ০২ টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যেকোনো শাখায় গ্রাজুয়েশন পাশ সঙ্গে যে কোনো প্রতিষ্ঠান থেকে লাইব্রেরি সায়েন্সে কোর্স করতে হবে |

বেতন(Salary):

প্রতিমাসে ২৫,৫০০-৮১,১০০ |

পদের নাম(Designation):

জুনিয়র মেকানিক |

শূন্যপদ(Vacancy):

মোট ২১ টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

সংশ্লিষ্ট ট্রেড ইঞ্জিনিয়ারিং পাশ |

বেতন(Salary):

প্রতিমাসে ১৯,৯৯০-৬৩,২০০ টাকা |

পদের নাম(Designation):

অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার |

শূন্যপদ(Vacancy):

মোট ০১টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

উচ্চমাধ্যমিক পাশ | সন্হে কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫ টি শব্দ লিখতে হবে |

বেতন(salary):

প্রতিমাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা |

পদের নাম(Designation):

হেড ক্লার্ক (Head Clerk) |

শূন্যপদ(Vacancy):

০৭ টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাশ সঙ্গে ইংরেজিতে কম্পিউটারে ৩৫ টি শব্দ লিখতে হবে |

বেতন(Salary):

প্রতিমাসে ৪৪৯০০-১,৪২,৪০০ টাকা |

পদের নাম(Designation):

জুনিয়র প্রোগামার |

শূন্যপদ(Vacancy):

মোট ১৩টি |

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

কম্পিউটার এপ্লিকেশনে মাস্টার ডিগ্রি (MCA) বা Computer Science/ IT/ Software Engineer বিষয়ে ডিগ্রি থাকতে হবে |

বেতন(Salary):

প্রতিমাসে ৩৫,৪০০-১,১২,৪০০ টাকা |

বয়স(Age):             

উপরোক্ত ৩টি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে ১জুন, ২০২১ তারিখ হিসাবে |

আবেদন পদ্ধতি(Application Procedure):

আবেদন করতে হবে অনলাইনে | এই ওয়েবসাইটে www.nsut.ac.in গিয়ে আবেদন করতে হবে | আবেদন করার শেষ তারিখ ৩১/৭/২১ |

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখার লিংক:

https://drive.google.com/file/d/1VaHkxDixOKH1ouCIOQ3rW7t1h64B2l6v/view

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন -Soil, water-less farming: মাটি, জল ছাড়াই ফলবে ফসল, আবিষ্কার হলো নয়া কৃষিযন্ত্র

English Summary: Group C Recruitment 2021: Recruitment for the post of College Group-C is going on, application will continue till 31st July
Published on: 03 July 2021, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)