এই জাতের ছাগল থেকে আপনি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারবেন, এটি প্রতিদিন ৩ লিটার দুধ দেয়! পুকুর পাড়েই তৈরী করা যেতে পারে মাছের বিভিন্ন প্রাকৃতিক খাবার মাশরুমের রোগ ও পোকা এবং তার নিয়ন্ত্রণ
Updated on: 14 December, 2022 4:49 PM IST
জিএসটি কাউন্সিলের বৈঠক! কীসের ওপর বসবে এবার কর?

জিএসটি নিয়ে সরগরম এখন রাজনৈতিক মহল। চূড়ান্ত সিদ্ধান্ত কি হবে এবং কোন কোন জিনিসের ওপর বাড়বে জিএসটি বাড়তে চলেছে সেই দিকে চাতক পাখির মত চেয়ে বসে আসে সাধারণ মানুষ। ১৭ই ডিসেম্বর বসতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক। এই বৈঠকে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করবেন দেশের বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা।

সুত্রের খবর, রাজ্যের বিভিন্ন অর্থমন্ত্রীর কাছে ক্যাসিনো, অনলাইন গেমিং এবং ঘোড়দৌড়ের উপর জিএসটি ধার্য করার বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছে। পাশাপাশি জুস ভিত্তিক পানীয়ের উপর ১৮ শতাংশ জিএসটি বসানোর ঘোষণাও হতে পারে এই বৈঠকে। জিএসটি অ্যাপিল ট্রাইবুনাল গঠন এবং জিএসটি কাউন্সিল রেট প্যানেল ট্যাক্স সম্পর্কিত বিষয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে।

আরও পড়ুনঃ  তবে কি এবার মুরগিও এমএসপির আওতায় আসবে? কি বললেন পুরুষোত্তম রুপালা ?

এছাড়াও কেন্দু পাতার ওপর যে জিএসটি বসানো হয়েছে সেই বিষয় নিয়েও কাউন্সিলের বৈঠকে। কেন্দু  পাতার ওপর ১৮ শতাংশ জিএসটি ইতিমধ্যেই বসানো হয়েছে। সেই জিএসটি প্রত্যাহারের দাবিতে আবেদন করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ওড়িশার ৪ লাখ মানুষ এই পাতার ওপর জীবিকা নির্বাহ করে জীবন অতিবাহিত করেন। কিছুদিন আগেই নির্মলা সিতারমণকে চিঠি লেখেন ওড়িশার মুখ্যমন্ত্রী যাতে এই জিএসটি প্রত্যাহার করা হয়। আশা করা যাচ্ছে এই নিয়েও বিশেষ সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকে।

আরও পড়ুনঃ  Pakistan নিয়ে ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক! বিরাট সিদ্ধান্ত দিল্লির

English Summary: GST Council meeting! What do you sit on now?
Published on: 14 December 2022, 04:49 IST