রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 26 December, 2018 9:55 AM IST

কর কমানোর আগাম ঘোষণার সাথে সাথে জি এস টি পরিষদের বৈঠকের শেষে অর্থমন্ত্রী শ্রী অরুণ জেটলি জানালেন কর কমছে ২৩ টি পণ্য ও পরিষেবার। বর্তমান সরকার ৯৯ শতাংশ পণ্য পরিষেবা করকেই ১৮% বা তার কম জি এস টি হারে নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এই মূহুর্তে কর কমছে যে সমস্ত সামগ্রীগুলির সেগুলি হল – টিভি, ডিজিটাল ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক, ১০০ টাকার বেশী দামের সিনেমার টিকিট, হাঁটার লাঠি, ফ্লাই অ্যাশের তৈরী ইট, প্রক্রিয়াজাত হিমায়িত সবজি ও ফল ইত্যাদিতে। এর জন্য কেন্দ্রীয় সরকারের লোকসান হবে ৫৫০০ কোটি টাকা।

গত বছরই নভেম্বর মাসে জি এস টি কমেছিল কয়েকশ পণ্য পরিষেবার। এবারও কর কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের কিছুটা সুবিধা হবে। কাঁচা মালের দাম কমায় সুবিধা হবে লগ্নিতে। কিন্তু এই সময় রাজস্ব আদায় প্রত্যাশা মত না হওয়ায় রাজ্যগুলির রাজস্ব ক্ষতির কারণ খুঁজতে তৈরী হবে সাত সদস্যের মন্ত্রীগোষ্ঠি। এমতাবস্থায় কোষাগারের হাল নিয়ে উদ্বিগ্ন অর্থনীতিবিদরা। ভোট এগিয় আসার সাথে সাথে এই উদ্বেগ বাড়বে বলে অর্থনীতিবিদদের ধারনা।

- রুনা নাথ(runa@krishijagran.com)

English Summary: GST rate changed on 23 products
Published on: 26 December 2018, 09:55 IST