স্ত্রী২ বক্স অফিস কালেকশন সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে,২৫ দিন শেষে আয় ৫৪০ কোটি ঘরেই ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কিউই চাষ করুন, শুধুমাত্র এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনি যদি কৃষিতে ক্যারিয়ার গড়তে চান তবে এমন পথ খুলবে, আপনি এই ডিগ্রি নিতে পারেন, আপনি এত উপার্জন করবেন
Updated on: 6 April, 2023 3:32 PM IST
Hanuman Jayanti।BJP with Lord Hanuman“হনুমানজির মতই রাক্ষসদের সঙ্গে মোকাবিলা করতে হবে” দলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মোদীর

একদিকে বিজেপির প্রতিষ্ঠা দিবস(BJP foundation day)অন্যদিকে হনুমান জয়ন্তী( Hanuman Jayanti 2023)। সেটিকেই নিশানা করে তীর ছুড়লেন প্রধানমন্ত্রী। হনুমানজির মত রাক্ষসদের সঙ্গে মোকাবিলা করার মন্ত্র দিলেন মোদী। নিজেও পাঠ করলেন হনুমান স্তব। দলের সমস্ত কর্মীদের এক জোট হয়ে রাক্ষসদের দমনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

আজ বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবস (BJP foundation day) উপলক্ষে সংসদের বালাযোগী প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন জেপি নড্ডা এবং দলের প্রথম সারির নেতারা। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাতে গোটা দেশে মোদীর বার্তা পৌঁছে যায় সেই বিষয়েও ছিল বিশেষ বার্তা। হনুমানেরজয়ন্তী( Hanuman Jayanti 2023) জীবনের সঙ্গে বিজেপি দলের তুলনা টেনে এনে দিয়েছেন বিশেষ বার্তা। তিনি বলেন রাক্ষসদের দমন করতে হনুমানজিজয়ন্তী( Hanuman Jayanti 2023) যেমন কঠোর হয়েছিলেন ঠিক তেমনই দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্নীতি রুখতে বিজেপি কঠোর হবে। নিজের দলকে নিয়ে বলেন ভারত মাতাকে সুরক্ষিত রাখতে এবং দেশের কোটি কোটি জনতার সুযোগ সুবিধা সঠিক পরিচালনা করার অঙ্গিকার নিয়েছে বিজেপি।

আরও পড়ুনঃ  Hanuman Jayanti 2023: ১২ বছর পর এই যোগে হনুমান জয়ন্তী, বিশেষ পূজার্চনা করলেই হবেন প্রসন্ন

গত ৪৩ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে দল আজ যে জায়গায় পৌঁছেছে সেই জন্য সকল কর্মীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। নিজের দলের কথা বলতে গিয়ে বলেন ২০১৪ সালে ইতিহাস তৈরি করেছিল বিজেপি ২০২৪ সালেও সেই ইতিহাসের যেন প্রত্যাবর্তন হয়। জানান ২০২৪ সালে বিজেপিকে কেও হারাতে পারবে না। কিন্তু বিজেপি চায় সাধারণ মানুষের মন জয় করতে। পাশাপাশি আজ তুলে ধরেন বিজেপির সাফল্যের কথা। সেই উদাহরণ দিতে গিয়ে প্রথমেই তুলে আনেন কাশ্মীরের ৩৭০ ধারার কথা। বলেন কাশ্মীরে শান্তির সূর্যোদয় হয়েছে।

আরও পড়ুনঃ  জৈব চাষে আগ্রহী? সাহায্য করবে কেন্দ্র, জেনে নিন এই প্রকল্পগুলি

আজ থেকেই ২০২৪ এর ভোটকে পাখির চোখ করে দলের বিভিন্ন কর্মসূচি শুরু করল বিজেপি(BJP foundation day) । আজই বলা হয়েছে দেওয়ালে লিখনের কাজ শুরু করা জন্য। ইতিমধ্যেই এসেছে দুটি স্লোগান। ‘এক বার ফির সে মোদী সরকার’, এবং  ‘এক বার ফির সে ভাজপা সরকার’।

English Summary: Hanuman Jayanti.BJP with Lord Hanuman “Must deal with demons like Hanumanji” Modi's message on party foundation day
Published on: 06 April 2023, 03:30 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)