পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 13 August, 2022 4:54 PM IST
Har Ghar Tiranga: কৃষি জাগরণে পতাকা উত্তোলন

দেশ জুড়ে মোদি সরকারের অভিযানের কারণে প্রতিটি ঘরে তেরঙ্গা উড়ছে , যার ফলে দেশের প্রতিটি বাড়িতে , স্কুলে এবং অফিসে তেরঙ্গা উড়তে দেখা যাচ্ছে। কৃষি জাগরণও সরকারের এই প্রচারণার অংশ , যেটি তার অফিসে অতিথিদের সাথে প্রতিদিন তেরঙ্গা " জাতীয় পতাকা "   উত্তোলন করছে ।

এই প্রচারণার কারণে কৃষি জাগরণ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সবাই মিলে অফিসের ছাদে তেরঙ্গা উত্তোলন করেন।

13ই আগস্ট 2022 শনিবার সকাল 11 টায় দিল্লিতে তার অফিসে তেরঙ্গা উত্তোলন করেছে, প্রতিটি বাড়িতে তেরঙ্গা কর্মসূচি অব্যাহত রেখেছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোমানি সিডসের ব্যবস্থাপনা পরিচালক কেভি সোমানি। যিনি কৃষি জাগরণ দলের সঙ্গে মিলে অফিসের ছাদে তেরঙ্গা তুলেছেন।

আরও পড়ুনঃ  “কৃষি পেশা নয়, এটি মহান সংস্কৃতি” প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ চন্দ্র সারেঙ্গি

এই মুহূর্তটি ছিল সবার জন্য গর্বের ও আনন্দের মুহূর্ত। এ কর্মসূচি চলাকালে সবার মনে দেশপ্রেমের অনুভূতি সৃষ্টি হয়। তেরঙ্গা উত্তোলনের পর সবাই মিলে জাতীয় সঙ্গীত গাইলেন এবং স্বাধীনতার স্লোগানও দিলেন । এমসি ডমিনিক, ডিরেক্টর শায়নি ডমিনিক সহ কৃষি জাগরণ এর সকল কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি কে ভি সোমানি। 

English Summary: Har Ghar Tiranga: Raising the Flag in Agricultural Awakening
Published on: 13 August 2022, 04:54 IST