Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 12 May, 2020 4:28 PM IST

অটল পেনশন যোজনা, সরকারের এই প্রকল্প পাঁচ বছর হয়ে গেল৷ ২০১৫ সালের ৯ মে এই যোজনার সূচণা হয়েছিল৷ এতে ৬০ বছর বয়সের পর ১ হাজার থেকে ৫ হাজার টাকা পেনশনের ব্যবস্থা রয়েছে৷ পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে এটি পরিচালিত হয়৷ এই যোজনায় এতোদিনে প্রায় ২.২৩কোটি পুরুষ-মহিলা এর সঙ্গে যুক্ত হয়েছেন৷ গত বছর যুক্ত হয়েছিলেন ৭০লক্ষ মানুষ৷

কী এই অটল পেনশন যোজনা?

উপার্জনের ক্ষেত্রে যারা অনেকটাই পিছিয়ে তাদের কথা মাথায় রেখেই সরকারের এই পদক্ষেপ৷ এতে ১৮-৪০ বছর বয়স পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক আবেদন জানাতে পারবেন৷ কোনও ব্যাঙ্কে গিয়ে এই যোজনার জন্য আবেদন জানানো যেতে পারে৷ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে।

অনলাইনেও আবেদনের সুযোগ রয়েছে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কারও কাছে এসবিআই-এর নেট ব্যাঙ্কিং-এর সুবিধা থাকলে তাকে প্রথমে এসবিআই-এ লগ ইন করতে হবে, এরপর ই-সার্ভিস লিঙ্কে ক্লিক করতে হবে৷ এরপর এপিওয়াই-এর অপশন দেখতে পেলে সেখানে ক্লিক করতে হবে৷ এরপর প্রয়োজনীয় তথ্য সেখানে আপনাকে দিতে হবে৷ এরপর বয়স অনুযায়ী আপনার মান্থলি কন্ট্রিবিউশন স্থির করা হবে৷ বিবাহিত হলে, সাবস্ক্রাইবারের নমিনি হবেন তাঁর স্ত্রী বা স্বামী৷ অবিবাহিত হলে নমিনির পরিচয় উল্লেখ করে দিতে হবে৷ ৬০ বছর বয়স পর্যন্ত টাকা জমা দিতে হবে৷ আমানতকারী টাকা জমা দেওয়ার পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন, তবে বছরে মাত্র একবারই এই সুবিধা দেওয়া হবে৷

কী কী লাগবে?

এই যোজনার সুবিধা পেতে সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ড এবং অ্যাক্টিভ মোবাইল নম্বর থাকতে হবে৷ মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক, এই তিনটি ভাগের সুবিধা রয়েছে৷ নির্দিষ্ট সময়ে প্রকল্পের টাকা জমা দিতে হবে৷

যদি সাবস্ক্রাইবারের মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে পেনশনের এই সুবিধা পাবেন তাঁর বর্তমান স্বামী বা স্ত্রী৷ অর্থাৎ, একজন ব্যক্তির স্বামী / স্ত্রী আমানতকারীর মৃত্যুর ক্ষেত্রে পেনশন দাবি করতে পারেন। এবং উভয়ের মৃত্যু হলে নমিনি সেই সুবিধা পাবেন৷ একজন একটিই অ্যাকাউন্ট খুলতে পারবেন৷ আমানতকারীরা যদি নিয়মিত অর্থ প্রদান না করে, সেক্ষেত্রে ব্যাঙ্ক জরিমানা করতে পারে।

যদি কোনও আমানতকারী ছয় মাসের ওপর এই প্রকল্পে কোনও টাকা জমা না দেন, তাহলে তার এই অ্যাকাউন্টটি ফ্রোজেন হয়ে যাবে। ১২ মাস হলে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং ২৪ মাস হলে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে নিজের থেকেই।

বিস্তারিত জানতে ক্লিক করতে পারেন এই লিঙ্কে- https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana

https://npscra.nsdl.co.in/nsdl/forms/APY_Subscriber_Registration_Form.pdf                                                                                      

 

বর্ষা চ্যাটার্জি

English Summary: Here is the details of Atal Pension Yojana
Published on: 12 May 2020, 04:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)