কৃষক ঐতিহ্যবাহী চাষ ছেড়ে ফুল চাষ শুরু করেছেন, বার্ষিক ১৮ লক্ষ টাকা আয় করছেন এই ৪টি কৌশল ব্যবহার করে মাছ চাষ করুন, উৎপাদন এবং লাভ দ্রুত বৃদ্ধি পাবে! অর্থকারী পানিফলের চাষ পদ্ধতি শিখে নিলে আয় হবে দ্বিগুন
Updated on: 23 June, 2021 12:31 PM IST
Hero Motocorp (image credit- Google)

দেশের অন্যতম বৃহত্তম দু-চাকা উৎপাদন সংস্থা হিরো মোটোকর্প লিমিটেড বাইক, স্কুটারের প্রায় ৩০০০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধির ঘোষণা করলো | মঙ্গলবার সংস্থা ঘোষণা করে, স্টিল, কপার-সহ অন্য়ান্য উপাদানের মূল্যবৃদ্ধির ফলে বাইক, স্কুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই, দেশের বৃহত্তম চার চাকার গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) আগামী জুলাই মাস থেকে সংস্থার তৈরি গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছে | এরপরেই, দু-চাকার দাম বৃদ্ধির কথা ঘোষণা করেছে হিরো |

৩ হাজার টাকা মূল্যবৃদ্ধি:

নিয়ন্ত্রক সংস্থাকে হিরো মোটোকর্প (Hero Motocorp) জানিয়েছে, সংস্থা নিজের তৈরি বাইক এবং স্কুটির বর্ধিত দাম কার্যকর করা হবে আগামী ১ জুলাই থেকে। উৎপাদন ব্যয় লাঘবের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্রেতার উপর চাপ কমানোর জন্য সাশ্রয়ী মূল্যের যানের উৎপাদনও সমানে চলবে। এই বর্ধিত দাম মডেল এবং নির্দিষ্ট অঞ্চলের বাজারের উপর নির্ভর করবে। প্রসঙ্গত, এর আগে গত মার্চ মাসে বাইক, স্কুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল হিরো। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার জন্যই সংস্থার ওই সিদ্ধান্ত।

আরও পড়ুন -CNG Bus: কলকাতার রাজপথে চলবে এবার CNG বাস, কম ভাড়ায় যাত্রীদের স্বস্তি

করোনার প্রভাব গাড়ি-শিল্পে:

সাধারণত, করোনা ও করা লকডাউনের জেরে গাড়ি শিল্পে (Auto-industry)মন্দ দেখা দিচ্ছে | মহারাষ্ট্র কড়া লকডাউন ব্যবস্থা শুরু করলে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই গাড়ি শিল্পে ধাক্কা দেখা দিয়েছে। দিল্লি, হরিয়ানা, কর্ণাটক, তামিলনাড়ু এবং অন্যান্য জায়গাতেও এর একই প্রভাব পড়েছে |

মারুতি সুজুকি, হিরো মোটোকর্প লিমিটেড, হুন্ডাই এবং নয়নায় সংস্থা হয় উৎপাদন বন্ধ করেছে নাহলে উৎপাদনের সংখ্যাকে কমিয়েছে |

বাজাজ অটো লিমিটেডের মতো সংস্থা রপ্তানির জন্য সীমিত অর্ডার নিয়ে কাজ করছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ভারতে সংক্রমণে অবিরাম অভাবের কারণে বেশিরভাগ গাড়ি প্রস্তুতকারকরা মে মাসের মাঝামাঝি থেকে পুনরায় কার্যক্রম শুরু করেছেন। গ্রামীণ অঞ্চলে যানবাহনের দাম বৃদ্ধি এবং গণপরিবহন পুনরায় চালু করার ফলে এন্ট্রি লেভেল মোটরসাইকেলের অংশটি ইতিমধ্যে গত ৬ মাসে চাহিদাতে মন্দা দেখা দিয়েছে। এই বর্তমান মূল্যবৃদ্ধি চাহিদা আরও প্রভাবিত করবে বলে আশা করা হচ্ছে।

নিবন্ধ: রায়না ঘোষ

আরও পড়ুন - FSII এবং NSAI সরকারকে অবৈধ তুলা চাষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে

English Summary: Hero Motocorp increases price: Hero MotoCorp has increased the price of bikes and scooters by 3,000
Published on: 23 June 2021, 11:52 IST