পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 6 April, 2018 12:31 AM IST

আই সি এ আর -এর সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ফ্রেশ ওয়াটার একোয়াকালচার পয়লা এপ্রিল মহা সমারোহে তার ৩১ তম বাৎসরিক দিবস উদযাপন করলো।এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী তুলসী মুন্ডা ও কটকের রেভেনশ্ ইউনিভার্সিটির  উপাচার্য ডঃ আই কে পাত্র। আই সি এ আর ইনস্টিটিউট -এর অধিকর্তা ডঃ জে কে সুন্দর রায় জানিয়েছেন যে এই  ইনস্টিটিউট অনেকগুলি প্রকল্পের কাজ  চালায় যেমন ফার্মার্স ফার্স্ট প্রজেক্ট, ‘মেরা গাও মেরা গৌরব’ ইত্যাদি ।

রুনা নাথ।

English Summary: ICAR annual day celebration
Published on: 05 April 2018, 12:54 IST