এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 27 July, 2022 5:27 PM IST
'বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়!' চ্যালেঞ্জ মমতার

বঙ্গের রাজনৈতিক আকাশে এখন তরজা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি একপ্রকার ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূলের হেবিওয়েট মন্ত্রীর গ্রেফতারি অন্যদিকে রাজ্য সরকারের ওপর কেন্দ্রের চাপ তারমধ্যেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন একাধিক চ্যালেঞ্জ।

বঙ্গের রাজনৈতিক আকাশে এখন তরজা। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি একপ্রকার ঝড় তুলেছে রাজনৈতিক মহলে। একদিকে তৃণমূলের হেবিওয়েট মন্ত্রীর গ্রেফতারি অন্যদিকে রাজ্য সরকারের ওপর কেন্দ্রের চাপ তারমধ্যেই বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিলেন একাধিক চ্যালেঞ্জ।

আজ উত্তরপাড়ায় মেট্রোর কোচ কারখানার অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে একহাত নিলেন বিজেপি সরকারকে। বলেন “'বাংলাকে ভাঙতে গেলে আগে আসল সিংহের সঙ্গে লড়ো৷”

আরও পড়ুনঃ  সামনে বড় ধরনের ক্ষতি, আশঙ্কা বাংলার ধান চাষিদের

পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে এখন গোটা রাজ্যে চলছে  আলোচনা। আজ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, “'ববি বলছিল, রোজ নাকি আমার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে জিজ্ঞেস করছে আমার বাড়ি কোনটা? আরে আমার বাড়ি তো সবাই চেনে, আয় না!'

আরও পড়ুনঃ  ভারত পরিচ্ছন্ন শক্তি রপ্তানিকারক দেশ হতে পারে: গৌতম আদানি

তবে মুখ্যমন্ত্রী এও বলেন যদি অভিযোগ সত্যিই হয় তাহলে অপরাধীর শাস্তি হবে। আবার অপরদিকে তিনি এমনও অভিযোগ করেন যে রাজ্য সরকারের ওপর অযথা চাপ সৃষ্টি করছে কেন্দ্রীয় এজেন্সি। তিনি বলেন, “ওরা চায় বাংলায় কিছু হবে না, বাংলার বদনাম কর ৷ আমি সব প্ল্যানিং জানি ৷ নিশ্চয়ই কিছু হলে অ্যাকশন হবে ৷ কিন্তু মধ্য রাতে কেন, ভোর পাঁচটায় কেন?”

পাশাপাশি তিনি আরও বলেন, ” ভাবছে মহারাষ্ট্র ভেঙেছি, এর পর ঝাড়খণ্ডকে ভাঙবো, তার পর ছত্তীসগড়কে ভাঙবো আর বাংলা তো আমাদের হারিয়ে দিয়েছে! বাংলাকে ভাঙতে গেলে আগে সত্যিকারের সিংহের সঙ্গে লড়। বাংলা ভয় পেলে রবীন্দ্রনাথ অত সাহসিকতার সঙ্গে লিখতে পারতেন না৷ ব্রিটিশরা কত অত্যাচার করেছে, কিন্তু এরকম অত্যাচার ছিল না৷ '

English Summary: 'If you want to break Bengal, first fight with a real lion!' challenge by mamata
Published on: 27 July 2022, 05:27 IST