বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের করঞ্চবেদীয়া গ্রামের একজন মৎস্য চাষী হলেন আদিত্য কুমার সিংহ মহাপাত্র। আদিত্য বাবুর 16 বিঘের একটি পুকুরে খুব বেশি পরিমাণে বেড়া হয়ে গিয়েছিল তারজন্য মাছ গুলোর বৃদ্ধি ব্যাহত হচ্ছিল। সেই সময় ওনার সাথে রিলায়েন্স ফাউনন্ডেশন এর একজন প্রতিনিধির সাথে তার দেখা হয় এবং তিনি ওনার জন্য চটজলদি একটি অডিও কনফারেন্স রাখেন। উক্ত পোগ্রামে স্যার কে সমস্যার কথা জানালে স্যার ওনাকে তুফুডি স্প্রে করতে অথবা পেরাকুড জলে ছড়িয়ে দিতে বলেন।
সেই মতো আদিত্য বাবু তুফুডি স্প্রে করলে বেড়া গুলো সব পচে যায় এবং মাছের ফলন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। গত বছরের তুলনায় এবছর প্রায় 50000 টাকা বেশি লাভ হয়।
আদিত্য বাবু Reliance Foundation কে ধন্যবাদ জানান এই ধরণের একটি পোগ্রাম করার জন্য।
- অনুপ পাত্র (anup.patra@reliancefoundation.org)