এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 5 December, 2022 1:53 PM IST
India’s overall TV market in 2022 (Image Source: Google)

কৃষিজাগরন ডেস্কঃ মানুষ যতই আধুনিকরনের মধ্য দিয়ে হাঁটছে ততই পরিবর্তন হচ্ছে তাদের চালচলন, কথা বার্তা এমনকি বাড়ির প্রসাধনী সামগ্রী থেকে আসবাব পত্রের। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখন বেশীরভাগ বাড়িতেই স্মার্ট টিভি। বিগত এক বছরে ভারতীয় বাজারে স্মার্ট টিভি বিক্রির পরিমান বেড়েছে ৩৪ শতাংশ। বিশেষত উৎসবের মরশুমে একাধিক অফার ও ডিসকাউন্টের ফলে অনলাইন থেকে শুরু করে অফলাইনে টিভি বিক্রির পরিমান অনেকটাই বেড়ে যায়।

সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দেখা গেছে ভারতীয় স্মার্ট টিভির বাজারের ৪০ শতাংশ দখল করে নিয়েছে গ্লোবাল কোম্পানিগুলি। চিনা কোম্পানি গুলি দখল করেছে ৩৪ শতাংশ। এবং ভারতীয় কোম্পানি গুলি ২২ শতাংশ দখল করে রয়েছে। ২০২২-এর জুলাই থেকে সেপ্টেম্বরের ত্রৈমাসিকে Smart TV বিক্রির পরিমানের রেকর্ড ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। মোট বিক্রি হওয়ার টিভির ৯৩ শতাংশ স্মার্ট মডেল।

ভারতীয় বাজারে স্মার্ট টিভি বিক্রির শীর্ষে আছে Xiaomi। দ্বিতীয় স্থানে রয়েছে Samsung। ভারতীয় টিভি বাজারে তৃতীয় স্থানে LG। এছাড়াও 8.5 শতাংশ মার্কেট শেয়ার দখল করেছে OnePlus। 2021 সালের তুলনায় এই ত্রৈমাসিকে কোম্পানির Smart TV বিক্রি বেড়েছে প্রায় ৮৯ শতাংশ। চলতি বছরে মানুষ বেছে নিয়েছে LED ডিসপ্লের টিভি থেকেও OLED ও QLED ডিসপ্লের মডেল গুলি। এবং ৩২ ইঞ্চি থেকে ৪২ ইঞ্চির ডিসপ্লে মডেল গুলি বেশি বিক্রি হয়েছে। এছাড়াও প্রত্যেক কোম্পানি বর্তমানে Dolby Audio ও উন্নত প্রযুক্তির স্পীকার ব্যবহার করছেন স্মার্ট টিভি গুলিতে ফলে জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। একারনেই বর্তমান সময়ে স্মার্ট টিভিকেই বেছে নিচ্ছেন বেশীরভাগ মানুষজন।

English Summary: India’s overall TV market in 2022
Published on: 05 December 2022, 01:51 IST