এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 26 August, 2021 12:23 PM IST
Indian railway recruitment (image credit- Google)

ভারত সরকার অনুমোদিত রেল দপ্তর বিভাগে বিভিন্ন পদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে কনকান রেলওয়ে কর্পোরেশন লিমিটেডে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে এবং দু বছরের চুক্তির ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।

পদের নাম(Designation):

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল)।

শূন্যপদ(Vacancy):

মোট ৭ টি। (OBC- ৫, ST- ২)

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ BE/B.Tech (civil) ডিগ্রী সঙ্গে সিভিল কনস্ট্রাকশন এ অন্ততপক্ষে দু’বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।

বয়স(Age):

০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সে ছাড় পাবেন।

আরও পড়ুন - Group-C recruitment: মিড- ডে- মিল প্রকল্পে গ্রূপ-সি কর্মী নিয়োগ, দেখুন বিস্তারিত তথ্য

বেতন(Salary):

প্রতিমাসে ৩৫,০০০ টাকা।

পদের নাম(Designation):

জুনিয়ার টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (civil)

শূন্যপদ(Vacancy):

মোট ৭ টি। (OBC- ৫, ST- ২)

শিক্ষাগত যোগ্যতা(Educational qualification):

AICTE অনুমোদিত যেকোন বিশ্ববিদ্যালয় থেকে অন্ততপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ BE/ B. Tech ডিগ্রী। প্রার্থীকে অবশ্যই CAD এবং MS- Office এর ওপরে দক্ষতা থাকতে হবে।

বয়স(Age):

০১/০৯/২০২১ তারিখে প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে এবং সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারের নিয়ম অনুসারে প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতন(Salary):

প্রতিমাসে ৩০,০০০ টাকা।

আবেদন পদ্ধতি(Application procedure):

প্রার্থীদেরকে আলাদা করে কোনো আবেদন করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট তারিখে ও ইন্টারভিউয়ের নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যথাসময়ে পৌঁছতে হবে।

ইন্টারভিউয়ের সময় ও তারিখ:

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে ২০/০৯/২০২১ থেকে ২২/০৯/২০২১ তারিখ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে ১.৩০ পর্যন্ত।

জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এর ক্ষেত্রে ২৩/০৯/২০২১ থেকে ২৫/০৯/২০২১ তারিখ পর্যন্ত সকাল ৯.৩০ থেকে১.৩০ পর্যন্ত।

ইন্টারভিউয়ের স্থান:

USBRL Project Office, Konkan Railway Corporation Limited, Satyam Complex, Marble Market, Extension- Trikuta Nagar, Jammu & Kashmir (U.T). Pin- 180011

আরও পড়ুন - Education Supervisor Recruitment: রাজ্যে এডুকেশন সুপারভাইজার নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন বিস্তারিত তথ্য

English Summary: Indian railway recruitment: Indian Railways recruitment notice published, see details
Published on: 26 August 2021, 12:23 IST