রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 7 August, 2019 4:44 PM IST

দূরশিক্ষার মাধ্যমে স্ব-নির্ভরগোষ্ঠীর সদস্যাদের সচেতন করার লক্ষ্যে রিলায়েন্স ফাউন্ডেশন পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে এক অভিনব প্রয়াস নিয়েছে। এই পদ্ধতির মধ্যে রয়েছে অডিও কনফারেন্স, ভিডিও কনফারেন্স, ব্যক্তিগত সাক্ষাৎ ও নিশুল্ক হেল্প লাইন (১৮০০ ৪১৯ ৮৮০০)। স্ব-নির্ভরগোষ্ঠীর ব্যাঙ্ক সংযোগ, সমবায়, আর্থিক স্বাক্ষরতা, ট্রেনিং, জীবিকা ও বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির উপর এই অনুষ্ঠানগুলি করা হচ্ছে। লক্ষ্য একটাই, গ্রামের মহিলারা তাঁদের সময়মত যাতে তথ্য আদানপ্রদানের মাধ্যমে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারে।

প্রদীপ পান্ডা,

রিলায়েন্স ফাউন্ডেশন, পশ্চিমবঙ্গ.

English Summary: Innovative- effort- of- the- Reliance- Foundation
Published on: 07 August 2019, 04:44 IST