'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 8 March, 2019 6:10 PM IST

মহিলাদের স্বনির্ভর করে তোলার অর্থ তাদের আধ্যাত্মিক, রাজনৈতিক ও অর্থনৈতিক দৃঢ়তা প্রদান। মহিলারা তখনই প্রকৃত আত্মনির্ভর হবে যখন তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেরাই সিদ্ধান্ত নেওয়ার অধিকার পাবে। ২০০১ সালকে ভারত সরকার মহিলাদের ক্ষমতায়নের বর্ষ হিসেবে পরিগণিত করে। ভারতীয় সংবিধান জীবনের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের সমান অধিকার দিয়েছে। এর আগে সমাজে মহিলাদের অবস্থান খুবই সঙ্কটজনক অবস্থায় ছিল। বর্তমানে মহিলারা অনেক এগিয়ে এসেছে। প্রতিটি ক্ষেত্রে তাদের উজ্জ্বল উপস্থিতি তা সে রাজনীতি হোক বা গবেষণা, খেলাধূলাই হোক অথবা সেনাবাহিনি, কৃষিক্ষেত্র, চিকিৎসা, নৌবাহিনি, যুদ্ধবিমান সর্বত্র  ও সর্বস্তরে তারা স্বসম্মানে সফলতার নজির গড়েছেন।

গ্রামীন মহিলাদের আর্থিক স্বাধীনতা ও স্বচ্ছলতা প্রদানের উদ্দেশ্যে ভারত সরকার স্বয়ম্ভর গোষ্ঠি (SHG) গঠন করে বিভিন্ন বেসরকারী ব্যাঙ্ক, কো অপারেটিভ ব্যাঙ্ক, গ্রামীন ব্যাঙ্ক, NABARD ও নানা NGO দের আর্থিক সহায়তায় বিভিন্ন উদ্যোগ গঠন করে রোজগার করে মহিলাদের অর্থনৈতিক উন্নতি ঘটাতে সহায়তা প্রদান করে থাকে।

এমনই একটি মহিলা স্বয়ম্ভর গোষ্ঠি সুন্দরবনের সুন্দরিনী কোঅপারেটিভ যারা এবছর জাতীয় পুরষ্কার জিতে নিলেন গুজরাটের আনন্দে ভারতের শ্রেষ্ঠ দুগ্ধ উৎপাদক হিসেবে যাদের ব্র্যান্ডটির নাম ‘সুন্দরিনী ন্যাচরালস’।

আন্তর্জাতিক নারী দিবসে ঘরে ও বাইরে সমস্ত মহিলাদের জানাই আন্তরিক শুভেচ্ছা।

- রুনা নাথ (runa@krishijagran.com)

English Summary: International womens day west bengal
Published on: 08 March 2019, 06:08 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)