রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 16 February, 2019 11:40 AM IST
জলপাইগুড়ি জেলা কৃষি মেলা - ২০১৯

জেলা কৃষিদফতর ও জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান  কেন্দ্রের সহযোগিতায় আগামী ১৮ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে "জেলা কৃষি মেলা"।এটি চলবে ২০ শে ফ্রেব্রুয়ারি পর্যন্ত।কৃষি মেলাটির আয়োজক কৃষি বিজ্ঞান কেন্দ্রের কো অর্ডিনেটর ডক্টর বিপ্লব দাস জানান, এ বছর তাঁরা কৃষি মেলায় কৃষকবন্ধুদের জন্য থাকছে নিয়েছেন প্রতিদিন কৃষি,প্রাণী ও মৎস সংক্রান্ত আলোচনা চক্র ও কুইজ এছাড়াও থাকছে বিভিন্ন ফসল প্রদর্শনী, প্রাণী প্রদর্শনী। জেলার সমস্ত স্তরের কৃষক ও কৃষিপ্রেমী মানুষদের এই মেলায় আসার জন্য তিনি আহ্বান জানান।

তিনি আরো জানান, ১৮ ফ্রেব্রুয়ারি দুপুর ১২ টার সময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা দিয়ে শুরু হবে এই অনুষ্ঠানের এবং প্রথম ও শেষ দিন সন্ধ্যায় থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। আরো বিস্তারিত জানতে নজর রাখুন আগামী কৃষি জাগরণ সংখ্যায়।- অমরজ্যোতি রায় (amarjyoti@krishijagran.com)

English Summary: Jalpaiguri krishi mela is starting
Published on: 16 February 2019, 11:35 IST