রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 11 July, 2018 6:47 AM IST

মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পাঞ্জাব, হরিয়ানায় কৃষক বিক্ষোভের পরে এবার ঝাড়খন্ডেও শুরু হল কৃষক অসন্তোষ। গত বছর ৬ জুন মধ্যপ্রদেশের মন্দসৌরে পুলিশের গুলিতো আন্দোলনকারী ৮ জুন কৃষকের মৃত্যু হয়। এ বছর সেই শহিদ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার ডেপুটি কমিশনারের দপ্তরে চাষীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এ আই কে কে এম এস – এর উদ্যোগে কৃষিক্ষেত্রের নানা সমস্যা নিয়ে আয়োজিত এই বিক্ষোভের নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড বিমল দাস, সীতারাম টুডু, ধীরেন্দ্র ভগৎ, হরিপ্রসাদ সিংহ সোলাঙ্কী, সোনকা মাহাত প্রমুখ।

- তন্ময় কর্মকার

English Summary: jharkhand agitation
Published on: 11 July 2018, 06:45 IST