'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়? 'MFOI, VVIF কিষাণ ভারত যাত্রা' গুজরাটের বিভিন্ন গ্রামে পৌঁছে কৃষকদের সম্মানিত করেছে কাঁচা আম খেলে হিট স্ট্রোক প্রতিরোধ হবে এবং এই সমস্যাগুলো দূর হবে!
Updated on: 21 September, 2020 7:38 PM IST
Clerkship recruitment

করোনা মহামারীর আবহকালে পিছিয়ে রয়েছে সমগ্র দেশ। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে চাকরি, ব্যবসা- বাণিজ্য সবই চলছে যেন শিথিল গতিতে। ফলে অর্থনৈতিক অবস্থারও অবনতি ঘটেছে। তবে এর মধ্যেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে চলেছে রাজ্য ও কেন্দ্র  সরকার। সম্প্রতি রাজ্যে ক্লার্ক গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

শূণ্য পদের বিবরণ ও মাহিনা মাস প্রতি-

বেঞ্চ ক্লার্ক - পদসংখ্যা ১ - প্রতিমাসে ১৪,৭০০/-
লোয়ার ডিভিশন ক্লার্ক কাম- টাইপিস্ট পদসংখ্যা ১ - প্রতিমাসে ১১,৮৮০/-
নাইট গার্ড -পদসংখ্যা ১ – প্রতিমাসে ৭,০০০/-

অর্ডারলি - পদসংখ্যা ১- প্রতিমাসে ৭,০০০/-

শিক্ষাগত যোগ্যতা-

নাইট গার্ড, অর্ডারলি এই দুটি পদের জন্য অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। আর বেঞ্চ ক্লার্ক পদের জন্য উচ্চ মাধ্যমিক এবং লোয়ার ডিভিশন পদের জন্য প্রার্থীকে মাধ্যমিক ভা সমতুল্য বিষয়ে পাশ থাকতে হবে।

আবেদন পদ্ধতি-

বেঞ্চ ক্লার্ক ও লোয়ার ডিভিশন এই দুটি পদের জন্য ক্লার্ক কাম টাইপিস্ট পদের আবেদন করতে হবে অনলাইনে। এই দুটি পদে আবেদন করতে হলে হুগলি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করা যাবে। তবে নাইট গার্ড এবং অর্ডারলি পদের ক্ষেত্রে আবেদন করতে হবে অফলাইনে এর মাধ্যমে। আবেদন পত্র ডাউনলোড করে, সঠিকভাবে পূরণ করা আবেদন পত্রের সঙ্গে সমস্ত নথিপত্রের কপি অ্যাটেস্টেড করে নিচের ঠিকানায় পাঠাতে হবে।

District social welfare officer, social welfare section, old collectorate building, office of the District Magistrate, Hooghly, Pin – 712101

পশ্চিমবঙ্গের যে কোন জায়গা থেকে ছেলে-মেয়েরা সকলেই আবেদন করতে পারবে। 

Image source - Google

Related link - (SBI Banking Job, 2020) চাকরির বিজ্ঞপ্তি এসবিআই, এসবিআই স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার নিয়োগ

English Summary: Job post - State Clark Group D Staff Recruitment Notice published, apply today
Published on: 21 September 2020, 07:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)