এবার AI এর সাহায্যে ছাগলের গর্ভধারণ করা হবে, জেনে নিন কীভাবে কাজ করবে এই প্রযুক্তি শীতকালে মাছ চাষ: জল ব্যবস্থাপনা এবং মাছের সঠিক যত্ন নেওয়া শিখুন! বাগমাল গুর্জরের সাফল্যের গল্প
Updated on: 14 December, 2020 1:15 PM IST
Job post CCL,2020

আপনি কি চাকরি খুঁজছেন? তাহলে আপনার জন্য এখানে একটি ভাল সুযোগ রয়েছে। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস), ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস), ম্যানেজমেন্ট ট্রেনি (মার্কেটিং) এবং জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। যারা আগ্রহী তারা উপরোক্ত উল্লিখিত পদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে - www.cotcorp.org.in আবেদন করতে পারবেন ২০২১ সালের ৭ ই জানুয়ারী পর্যন্ত।

কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়োগ:

শূন্যপদের বিবরণ - 

জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ - ৫০ টি পদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (সাধারণ) – ২০ টি পদ

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) - ১৪ টি পদ

ম্যানেজমেন্ট ট্রেনি (Mktg) - ৫ টি পদ

ম্যানেজমেন্ট  ট্রেনি (অ্যাকাউন্ট) - ৬ টি পদ

গুরুত্বপূর্ন তারিখ -

রেজিস্ট্রেশন শুরু হয়েছে – ২০২০ সালের ৯ ই ডিসেম্বর থেকে

রেজিস্ট্রেশন করার অন্তিম তারিখ – ৭ ই জানুয়ারী ২০২১

সিসিআই নিয়োগ ২০২০, বেতন সংক্রান্ত বিবরণ -

ম্যানেজমেন্ট ট্রেনি (Mktg) – ৩০,০০০ থেকে ১,২০,০০০ (আইডিএ)

ম্যানেজমেন্ট ট্রেনি (Mktg) - ৩০,০০০ থেকে ১,২০,০০০ (আইডিএ)

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) – ২২,০০০ থেকে ৯০,০০০ (আইডিএ)

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (সাধারণ) - ২২,০০০ থেকে ৯০,০০০ (আইডিএ)

জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ - ২২,০০০ থেকে ৯০,০০০ (আইডিএ)

শিক্ষাগত যোগ্যতা:

ম্যানেজমেন্ট ট্রেনি (Mktg) – প্রার্থীর এগ্রি বিজ্‌নেস ম্যানেজমেন্ট- এ এমবিএ বা এগ্রিকালচার রিলেটেড বিষয়ে এমবিএ ডিগ্রি থাকা আবশ্যক।

ম্যানেজমেন্ট ট্রেনি (অ্যাকাউন্টস) - আবেদনকারীদের সিএ/সিএমএ/এমবিএ (অর্থনীতি) / এমএমএস/এমকম বা বাণিজ্য বিভাগে সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাঞ্ছনীয়।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (জেনারেল) – প্রার্থীকে বি.এস.সি এগ্রিকালচার বিষয়ে যে কোনও স্বীকৃত কলেজ থেকে ৫০ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে, এসসি/এসটি/পিএইচ পরীক্ষার্থীদের ক্ষেত্রে ৪৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে।

জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্ট) - স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর সহ বি.কম ডিগ্রি থাকতে হবে।

জুনিয়র কমার্শিয়াল এক্সিকিউটিভ - কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিভাগে বিএসসি-তে ৫০ শতাংশ নম্বর প্রাপ্ত হতে হবে।

বয়স সীমা –

১ লা নভেম্বর ২০২০ –র ভিত্তিতে আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।

সিসিআই নিয়োগ ২০২০ -এর জন্য কীভাবে আবেদন করবেন?

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৭ ই জানুয়ারী বা তার আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। সরাসরি আবেদন করতে নিম্নে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন -  

https://cdn.digialm.com/EForms/configuredHtml/1258/68579/Instruction.html

Image source - Google

Related link - (WBPSC Recruitment 2020), ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসে নিয়োগের বিজ্ঞপ্তি, দেখুন আবেদন পদ্ধতি

English Summary: Job vacancies in Cotton Corporation of India Limited, see application procedure
Published on: 12 December 2020, 11:35 IST