রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) সরাসরি বাজারে নয়, FPO-র মাধ্যমে বেশি দাম পেতে কী করবেন? পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা
Updated on: 11 May, 2018 5:04 AM IST

হরিয়ানার মুখ্যমন্ত্রী মনহরলাল খাট্টার আধুনিক ইজরায়েলী প্রযুক্তি ও দক্ষতা সম্বন্ধে গত মঙ্গলবার তেল-আভিভের কাছে ইজরায়েলী কৃষকদের সাথে কথা বললেন। তিনি উচ্চপর্যায়ের আমন্ত্রিত দলের নেতৃত্ব দিচ্ছেন, যেখানে তেল-আভিভের কাছে কৃষিক্ষেত্র ঘুরে দেখেন তারা।

হরিয়ানার সরকারী দপ্তরের প্রেস রিলিজ থেকে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী গভীরভাবে বিভিন্নরকমের ফসল ও নতুন ফসল নিয়ে আলোচনা করেন, যা ইজরায়েলর কৃষকদের ফলন দ্বিগুণ করতে সাহায্য করেছে ও খরচাও কমিয়েছে। হরিয়ানায় মাইক্রো-ইরিগেশান শিল্প কিভাবে ব্যবহার করা যায় ও এই সম্বন্ধে জানতে মাইক্রো-ইরিগেশান শিল্পের দলপতিদের সাথে কথা বলেন তিনি। এই মাইক্রো-ইরিগেশান প্রকল্প জলের ব্যবহার ৭০ শতাংশ কমায়। হরিয়ানাতে চাষের কাজে এই প্রকল্প জলের ব্যবহার কমাতে অনেকটাই সাহায্য করেছে।

মুখ্যমন্ত্রী তাঁর দশ দিনের দ্বি-বৈদেশিক সফর শুরু করেন গত রবিবার থেকে। তিনি ইংল্যান্ড সফরও করবেন রাজ্যে বৈদেশিক বিনিয়োগকারীদের আকর্ষণের জন্য।

- তন্ময় কর্মকার

English Summary: Khattar
Published on: 11 May 2018, 04:58 IST