Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 30 June, 2018 6:21 AM IST

   

২৬শে জুন, ২০১৮; আমরা একটি কৃষকসভা আয়োজন করেছিলাম বীরভূম জেলার নলহাটির ব্লকে অবস্থিত কয়থা গ্রাম সমিতিতে। এই গ্রাম সমিতিতে তিনটি গ্রাম রয়েছে; কয়থা, আমগাছি ও নাকাটিপাড়া। Kribhco-এর RGB সদস্য ও কয়থা SKUS Ltd এর চেয়ারম্যান মি. লুৎফার রহমান, এই সভার সভাপতিত্ব করেছিলেন। কয়থার গ্রাম পঞ্চায়েতের সদস্যা শ্রীমতি মনিরা খাতুন এই সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এছাড়া Kribhco-SMM এর প্রধান ডঃ এন.কে.এস. চৌহান ছিলেন এই সভার বিশেষ অতিথি। এই অনুষ্ঠানের প্রাথমিক সম্ভাষণ করেন মার্কেটিং ম্যানেজার মহঃ আলী হায়দার। তিনি এই সভার সম্পর্কে প্রাথমিক বক্তব্য রাখেন, তিনি তার বক্তব্যে গ্রাম সমিতি সম্পর্কে সুষ্ঠু ধারণা প্রদান করেন, শ্রী আর.আর.বেহরা, Kribhco-এর বীরভূম শাখার ভূমি-অধিকারী ছিলেন এই আকর্ষণীয় অনুষ্ঠানের মূল উদ্যোক্তা। এই সভায় মোট ৮০ জন চাষী ও ২৫ জন সহায়ক চাষী উপস্থিত ছিলেন।

ধন্যবাদান্তে

মহঃ আলী হায়দার, DM(Marketing), KRIBHCO, Kolkata

 

- Sushmita Kundu

English Summary: Kribhco
Published on: 30 June 2018, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)