এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 3 March, 2023 6:23 PM IST
পুরস্কার গ্রহন করছেন কৃষিজাগরনের মালায়ালাম পত্রিকার এডিটর ।

কৃষিজাগরন ডেস্কঃ কৃষিক্ষেত্রে অসামান্য কাজের জন্য VAIGA 2023 মিডিয়া পুরস্কার পেল কৃষি জাগরন। কেরল কৃষি বিভাগের তরফ থেকে তিরুবনন্তপুরমে এই অনুষ্ঠানের আয়জন করা হয়। যেখানে কৃষি সাংবাদিকতায় অসামান্য কাজের জন্য কৃষি জাগরণকে 'বেস্ট অনলাইন মিডিয়া ফর রিপোর্টিং' পুরস্কার দেওয়া হয়েছে।

গত ২৫শে ফেব্রুয়ারী,কেরল কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে VAIGA 2023'(Value Addition for Income Generation in Agriculture)কৃষি এক্সপো চালু করে, যার প্রধান লক্ষ্য কৃষি ক্ষেত্রে ব্যবহৃত নিত্য-নতুন পদ্ধতির সঙ্গে কৃষকদের পরিচিতি ঘটানো।কৃষিজাগরন ছাড়াও 'মাতৃভূমি' এবং 'জনযুগম' সেরা সংবাদপত্রের পুরস্কার পেয়েছে।

আরও পড়ুনঃ কৃষক নাকি কোম্পানি, ফসল বীমায় কাদের সুবিধা?

এছাড়াও কেরলের কৌমুদী রিপোর্টার কে এস সুজিলাল সেরা সংবাদপত্র রিপোর্টার নির্বাচিত হয়েছেন। মিডিয়া ওয়ান চ্যানেল সেরা ভিজ্যুয়াল মিডিয়া এবং ক্লাব 94.3 সেরা এফএম চ্যানেল হিসাবে নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ দেশে এই ফুলের চাহিদা বাড়েছে, চাষ করে ধনী হবেন কৃষকরা!

প্রশঙ্গত, কৃষি জাগরণ দীর্ঘ ২৬ বছর ধরে কৃষকের কল্যাণে ক্রমাগত কাজ করে চলেছে। কৃষি জাগরন ডিজিটালের পাশাপাশি কৃষকদের সুবিদার্থে ১২টি ভারতীয় ভাষায় পত্রিকা প্রকাশ করে চলেছে।

English Summary: Krishi Jagran won the best online media award
Published on: 03 March 2023, 06:23 IST