৫৫ টাকা জমা দিলে কৃষকরা পাবেন ৩০০০ টাকা পেনশন, জেনে নিন প্রকল্পের খুঁটিনাটি বাড়ছে লাম্পি ভাইরাসের প্রভাব, ১৬ রাজ্যে জারি করা হল সর্তকতা 'রাক্ষুসে মাছ'-বিপদ কোথায়?
Updated on: 3 March, 2023 6:23 PM IST
পুরস্কার গ্রহন করছেন কৃষিজাগরনের মালায়ালাম পত্রিকার এডিটর ।

কৃষিজাগরন ডেস্কঃ কৃষিক্ষেত্রে অসামান্য কাজের জন্য VAIGA 2023 মিডিয়া পুরস্কার পেল কৃষি জাগরন। কেরল কৃষি বিভাগের তরফ থেকে তিরুবনন্তপুরমে এই অনুষ্ঠানের আয়জন করা হয়। যেখানে কৃষি সাংবাদিকতায় অসামান্য কাজের জন্য কৃষি জাগরণকে 'বেস্ট অনলাইন মিডিয়া ফর রিপোর্টিং' পুরস্কার দেওয়া হয়েছে।

গত ২৫শে ফেব্রুয়ারী,কেরল কৃষি বিভাগ আনুষ্ঠানিকভাবে VAIGA 2023'(Value Addition for Income Generation in Agriculture)কৃষি এক্সপো চালু করে, যার প্রধান লক্ষ্য কৃষি ক্ষেত্রে ব্যবহৃত নিত্য-নতুন পদ্ধতির সঙ্গে কৃষকদের পরিচিতি ঘটানো।কৃষিজাগরন ছাড়াও 'মাতৃভূমি' এবং 'জনযুগম' সেরা সংবাদপত্রের পুরস্কার পেয়েছে।

আরও পড়ুনঃ কৃষক নাকি কোম্পানি, ফসল বীমায় কাদের সুবিধা?

এছাড়াও কেরলের কৌমুদী রিপোর্টার কে এস সুজিলাল সেরা সংবাদপত্র রিপোর্টার নির্বাচিত হয়েছেন। মিডিয়া ওয়ান চ্যানেল সেরা ভিজ্যুয়াল মিডিয়া এবং ক্লাব 94.3 সেরা এফএম চ্যানেল হিসাবে নির্বাচিত হয়েছে।

আরও পড়ুনঃ দেশে এই ফুলের চাহিদা বাড়েছে, চাষ করে ধনী হবেন কৃষকরা!

প্রশঙ্গত, কৃষি জাগরণ দীর্ঘ ২৬ বছর ধরে কৃষকের কল্যাণে ক্রমাগত কাজ করে চলেছে। কৃষি জাগরন ডিজিটালের পাশাপাশি কৃষকদের সুবিদার্থে ১২টি ভারতীয় ভাষায় পত্রিকা প্রকাশ করে চলেছে।

English Summary: Krishi Jagran won the best online media award
Published on: 03 March 2023, 06:23 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)