এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 6 May, 2023 6:29 PM IST

বাংলার বুকে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কৃষি মেলা। জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং কৃষি জাগরণের যুগ্ম প্রচেষ্টায় অনুষ্ঠিত হতে চলেছে কৃষি প্রযুক্তি মেলা ২০২৩। আগামী ২৮ এবং ২৯ই নভেম্বর জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মেলা। পশ্চিমবঙ্গে কৃষকদের একজোট করতে এবং ব্যবধান কমাতে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

এই মেলার মূল থিম হল “ এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোর্ড এফ্লুয়েন্ট এগ্রি ওয়েস্ট বেঙ্গল (Explore the Unexplored affluent Agri West Bengal)”। কৃষি জাগরণ এবং জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র এই মেলার মাধ্যমে কর্পোরেটদের একটি প্ল্যাটফর্ম প্রদান করছে। পাশাপাশি এই মেলার মাধ্যমে গ্রামীণ এলাকার কৃষকদের কথা এবং তাঁদের পরিস্থিতি জাতীয় স্তরে আনার প্রচেষ্টা করছে। এছাড়াও কৃষকদের কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করে কৃষি বৃদ্ধিতে উৎসাহ প্রদান এবং প্রচার করতে সহায়তা করবে।

জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র

“কৃষি প্রযুক্তি মেলা ২০২৩” এর উদ্দেশ্য

 “কৃষি প্রযুক্তি মেলা ২০২৩”-এর উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের কৃষক সম্প্রদায়গুলিকে উন্নত করা এবং তাঁদের নতুন কৃষি প্রযুক্তি ও যান্ত্রিক ক্ষেত্র সম্পর্কে সচেতন করা। এই মেলা রাজ্যে কৃষি ও সংশ্লিষ্ট খাতকে সমৃদ্ধ করতে একটি বড় ভূমিকা পালন করবে। মেলাটি কৃষকদের কৃষি-উদ্যোক্তা, বিজ্ঞানী, সরকারী সংস্থা, সমিতি এবং অন্যান্য কৃষি সম্পর্কিত সংস্থার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি আদর্শ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম প্রদান করছে। এই মেলায় অনুষ্ঠিত হবে প্রদর্শনী,কৃষি বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা, কৃষি ও সংশ্লিষ্ট খাতের প্রযুক্তিগত বিষয়ের উপর সেমিনার এবং পণ্য প্রদর্শনী। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সিনিয়র সায়েন্টিস্ট এবং জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের হেড ডঃ বিপ্লব দাস। এছাড়াও এই মেলায় থাকবে ৫হাজারের বেশি প্রগতিশীল কৃষক

 

জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র

জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র সম্পর্কে

 জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে অবস্থিত। এই কৃষি বিজ্ঞান কেন্দ্রটি মূলত ১৯৮৩ সালে রামকৃষ্ণ সেবা কেন্দ্র নামে একটি বেসরকারি সংস্থার অধীনে শুরু হয়েছিল। এই কৃষি বিজ্ঞান কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের অনুমোদন পেয়েছে

জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্র

কৃষি জাগরণ সম্পর্কে

গত তিন দশকে কৃষি সাংবাদিকতায় তার শ্রেষ্ঠত্বের জন্য পরিচিত, কৃষি জাগরণ প্রিন্ট এবং ডিজিটাল থেকে সোশ্যাল মিডিয়া পর্যন্ত বিভিন্ন ফরম্যাটে একটি অদম্য চিহ্ন রেখে গেছে, কৃষি জাগরণের কৃতিত্বগুলি 'লিমকা বুক অফ রেকর্ডস' দ্বারাও স্বীকৃত হয়েছে। 'কৃষি উদ্যোক্তা কৃষক রতন পুরস্কার'-এও ভূষিত হয়েছে কৃষি জাগরণ। আমাদের বর্তমানে ১২টি ভাষায় অ্যাক্সেস সহ ২৩টি সংস্করণ রয়েছে। কৃষি জাগরণ সমস্ত রাজ্যে এবং দেশের সর্বাধিক প্রচারিত কৃষি-গ্রামীণ পত্রিকা হিসাবে বিবেচিত হয়।

এই মেলা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন

 Mr.Subhra Mohanty- 9818838998  

Jyoty Dey- 9818896949

English Summary: Krishi Prajukti Mela 2023: Power to be Biggest Agricultural Fair in Bengal! Details Here
Published on: 29 April 2023, 04:52 IST