কৃষি জাগরণ দল আজ হিমাংশু পাঠকের সাথে দেখা করেছে, একজন সিনিয়র বিজ্ঞানী যিনি সম্প্রতি কৃষি গবেষণা ও শিক্ষা বিভাগের সচিব (DARE) এবং ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের মহাপরিচালক (DG) হিসাবে নিযুক্ত হয়েছেন।
কৃষি জাগরণ-এর প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক এমসি ডমিনিক নতুন দিল্লির কৃষি ভবনে তাঁর সঙ্গে দেখা করেন। সংস্থার ডিরেক্টর সাইনি ডমিনিক সহ কৃষি জাগরণ-এর সিওও ডঃ পিকে পান্ত, ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট অ্যাফেয়ার্স পিএস সাইনি, সিনিয়র কনটেন্ট ম্যানেজার পঙ্কজ খান্না এবং কৃষি জাগরণের টিম নবনিযুক্তদের অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ বঙ্গের গর্ব! ICAR এর মহাপরিচালক হিসেবে নিযুক্ত হলেন প্রবীণ বিজ্ঞানী হিমাংশু পাঠক
কৃষি জাগরণ দলের সাথে হিমাংশু পাঠক এবং এমসি ডমিনিক বর্তমান সমস্যা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি কৃষি খাতের উন্নয়নে ইতোমধ্যে অনেক পরিকল্পনা প্রণয়ন করেছেন এবং আগামী দিনে সেগুলো বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, কৃষি খাতে উন্নয়নের চেষ্টা করা হবে এবং শিগগিরই তা জানানো হবে। তিনি কৃষি জাগরণ মাধ্যম সংস্থার কাজের প্রশংসা করেন, যেটি 25 বছর ধরে কৃষি ক্ষেত্রে কাজ করছে এবং সমগ্র কৃষি জাগরণ পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন।
আরও পড়ুনঃ দেশে সোনা আনল সোনার বাংলার ছেলে! ৫০০ টাকায় চলত সংসার। আবেগঘন অচিন্ত্য
এ সময় উপস্থিত ছিলেন কৃষি জাগরণের বিপণন বিভাগের জিএম মেঘা শর্মা, সিনিয়র সাংবাদিক জ্যোতি শর্মা।