কৃষিজাগরন ডেস্কঃ প্রয়াত হলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যানপালন দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী সুব্রত সাহা। আজ, বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯। মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক ছিলেন তিনি। বৃহস্পতিবার তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন রাজ্যের এই মন্ত্রী।
আরও পড়ুনঃ শীত নেই বঙ্গে ,ক্ষতির আশঙ্কা ফুলকপি চাষীদের
চিকিৎসার জন্য তাঁকে ভর্তি করানো হয়েছিল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। এরপর আজ হাসপাতালেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। মন্ত্রীর প্রয়াণে বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি দফতরে বেলা ২টোর পর ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার।
আরও পড়ুনঃ Jalpaiguri Tea Garden: বছর শেষে চা বাগানে ঝুলল লক আউটের নোটিশ, অনিশ্চয়তার মুখে ১২০০ শ্রমিক
মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সুব্রত সাহা মুর্শিদাবাদ জেলায় দলের বড় ভরসা ছিলেন। প্রশাসনিক কাজেও তাঁর দক্ষতার কথা বিভিন্ন সময় বলেন মমতা। টানা তিনবার সাগরদিঘি থেকে জেতেন তিনি। ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতা এলেও মুর্শিদাবাদ থেকে তৃণমূল মাত্র একটি আসনেই জয়ী হয়েছিল। সেটা জিতেছিলেন সুব্রত সাহাই।