এই 20টি ব্যবস্থা পোল্ট্রি খামারকে বার্ড ফ্লু থেকে নিরাপদ রাখবে! ভার্মি কম্পোস্ট ইউনিটের জন্য ৫০% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে, শীঘ্রই আবেদন করুন এই হাইব্রিড জাতের টমেটো 900 কুইন্টাল প্রতি হেক্টর ফলন দেবে দুধের সঠিক সময় বেছে নিলে উৎপাদন বাড়বে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Updated on: 11 May, 2023 5:02 PM IST
চালু হল 'উইংস টু ক্যারিয়ার'প্ল্যাটফর্ম! কৃষি জাগরণের নয়া উড়ান

কৃষি জাগরণ এগ্রিকালচার ওয়ার্ল্ড ছাড়াও আরও একটি প্ল্যাটফর্ম নিয়ে এসেছে। এই প্ল্যাটফর্ম এর নাম উইংস টু ক্যেরিয়ার। যেখানে কৃষি শিক্ষার্থীরা তাদের ক্যারিয়ার সম্পর্কিত জিজ্ঞাসা করতে পারে বিশেষজ্ঞদের কাছ থেকেআজ নয়াদিল্লিতে কৃষি জাগরণ সদর দফতরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বহু বিশেষজ্ঞ। গোটা অনুষ্ঠান জুড়ে অথিতিরা তাদের মতামত প্রকাশ করেছে।

এই অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ড. আর. জি আগরওয়াল( ডিডিজি  এডুকেশন আইসিএআর)। তিনি বলেন, “ বর্তমানে কৃষি শিক্ষার গুরুত্ব বাড়ছে। মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ছাড়াও বর্তমান প্রজন্ম এখন কৃষি শিক্ষার দিকে ঝুঁকছে। উইংস টু ক্যারিয়ার প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের স্টার্ট আপের ক্ষেত্রে কাজ করার প্রবণতা বাড়াবে    

আরও পড়ুনঃ  WB Madhyamik Result 2023: মাধ্যমিকের ফল প্রকাশ কবে? খোদ জানালেন ব্রাত্য বসু

 

চালু হল 'উইংস টু ক্যারিয়ার'প্ল্যাটফর্ম! কৃষি জাগরণের নয়া উড়ান

কর্পোরেট অ্যাফেয়ার্স এর ডিরেক্টর রাজু কাপুর “উইংস টু ক্যেরিয়ার” কে একটি ভালো উদ্যোগ বলে বিবেচনা করেন। তিনি বলেন, “ বর্তমানে কৃষিতে নতুন প্রযুক্তির প্রয়োজন। আর এই প্রযুক্তি আনবে বর্তমান প্রজন্ম। তাই তাঁদের কৃষি ক্ষেত্রে আগ্রহ একান্ত প্রয়োজনীয়। শিক্ষার্থীদের কর্মসংস্থানের চিন্তাভাবনা নিয়ে কাজ করতে হবে। এছাড়াও তিনি কৃষি ক্ষেত্রে নারীদের অবস্থান নিয়েও আলোচনা করেন।“

আরও পড়ুনঃ  শরীরে নেই কাঁটা, দাঁত বেরিয়ে! সমুদ্রতটে দেখা মিলল ডাইনোসর যুগের বিরল মাছের

শিক্ষার্থীদের জন্য কৃষি জাগরণের এই প্রচেষ্টার প্রশংসা করেছেন ড. রমেশ মিত্তল। শিল্পে কৃষির চাহিদা বাড়ছে। পাশাপাশি গ্রি সেক্টর স্টার্ট আপ, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট এডুকেশন এবং এগ্রিকালচার মার্কেটিং এই বিষয়গুলির ওপর আলোচনা করেন। কৃষি খাতে তরুণদের এগিয়ে আসার প্রয়োজনীয়তা সম্পর্কে মত প্রকাশ করেন তিনি।  

চালু হল 'উইংস টু ক্যারিয়ার'প্ল্যাটফর্ম! কৃষি জাগরণের নয়া উড়ান
English Summary: Launched 'Wings to Career' platform! New incentive krishi jagran
Published on: 11 May 2023, 05:02 IST