পশ্চিমবঙ্গের ছোট শিল্প: হ্যান্ডলুম থেকে টেরাকোটা রোজ বদলাচ্ছে আকাশের মেজাজ: দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট (Weather Update of Bengal) ক্যাপসিকাম চাষে ফলন ভালো, লাভ নেই! সরকারি সাহায্যের অভাবে ক্ষোভে চাষিরা
Updated on: 18 April, 2019 1:52 PM IST

ভাত ডায়াবেটিসের রোগিদের বেশী খাওয়া বারন, আর আজকালকার দিনে আমাদের দেশে ডায়াবেটিকের সংখ্যা দিন দিন বাড়ছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের বিজ্ঞানীরা এমন কিছু ধানের নতুন ভ্যারাইটি আবিষ্কার করেছেন যাদের গ্লাইসেমিক ইনডেক্স (GI)  শুধু কমই নয় বরং সেগুলি খাওয়া ডায়াবেটিসের রোগিদের উপকারী বলে জনাচ্ছেন বিজ্ঞানীরা।

ওয়ার্ড হেল্থ অর্গানাইজেশনের (WHO) এর মতে ভারতে বর্তমানে প্রায় ৬২ মিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত যেই সংখ্যা ২০২৫ সালে ৭০ মিলিয়নে পৌঁছাতে পারে যা পৃথিবীর অন্য দেশগুলির মধ্যে সর্বোচ্চ। বেশীরভাগ ভারতীয় দানাশস্যের মধ্যে ভাতকেই বেশী পছন্দ করেন। অথচ ভাতের গ্লাইসেমিক ইনডেক্স (GI) ৭০-৮০ এর মধ্যে থাকে, যা অন্যান্য দানাশস্যগুলির মধ্যে সবচেয়ে বেশী। উচ্চ গ্লাইসেমিক ইনডেক্স (GI) যুক্ত খাবার খাওয়া ডায়াবেটিসের রোগিদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই বিজ্ঞানীরা চালের গ্লাইসেমিক ইনডেক্স (GI) ৫০ এর মধ্যে আনার চেষ্টা করেছেন এবং সেই সমস্ত ভ্যারাইটিগুলি অবশ্যই উচ্চফলনশীল।

এই নতুন ভ্যারাইটিগুলির কম গ্লাইসেমিক ইনডেক্সএর মান্যতা দিয়েছে ন্যাশনাল ইনসটিটিউট অফ নিউট্রিশন। এই ভ্যারাইটিগুলি হল – ললাট ৫৩.১৭ (GI = 53.17), বি পি টি ৫২০৪ (GI =51.42), সম্পদ ৫১ (GI =51), সাম্বা মাশুরি ৫৩(GI =53)। এই নতুন ভ্যারাইটিগুলি ১৩ টি রাজ্যের কৃষকদের মধ্যে বিতরন করা হবে আগামী খরিফ মরশুমে।

এই নতুন ভ্যারাইটিগুলির ভাতের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ার দরুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করবে কিন্তু এক্ষেত্রেও ভাত খাওয়ার পরিমান অবশ্যই পরিমিত হতে হবে অন্যথায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ সম্ভবপর নাও হতে পারে।

রুনা নাথ(runa@krishijagran.com)

                       

 

English Summary: low-GI-high-yielding-rice-variety
Published on: 18 April 2019, 01:49 IST