Weather Update: ঝেঁপে নামবে বৃষ্টি! শনিবার থেকেই আবহাওয়ার আমূল পরিবর্তনের পূর্বাভাস হাওয়া অফিসের “ট্র্যাক্টর কে খিলাড়ি” কৃষকদের 51 হাজার টাকা পর্যন্ত পুরস্কার “মিলিওনেয়ার ফার্মার অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস 2024” এবার জুরির সভাপতিত্বে নীতি আয়োগের সদস্য অধ্যাপক রমেশ চাঁদ
Updated on: 7 December, 2023 12:16 PM IST

কৃষিজাগরন ডেস্কঃ দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'।আজ তার দ্বিতীয় দিন।কৃষি জাগরনের পক্ষ থেকে অনুষ্ঠানের সময় সূচি প্রকাশ করা হয়েছে।সময় সূচি অনুযায়ী আজ অনুষ্ঠানের শুরুতে আসতে চলছেন উন্নয়ন ও ভোক্তা বিষয়ক, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।

এরপর কৃষিতে মহিলাদের অবদান নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সেখানে উপস্থিত থাকবেন সিমরিত কৌর, অধ্যক্ষ, শ্রীরাম কলেজ অফ কমার্স, ঢাবি। সুমন শর্মা, কৃষক, এসএইচজি ।নীলম প্যাটেল, সিনিয়র উপদেষ্টা, কৃষি, নীতি আয়োগ। সৌরভ কুমার পান্ডে, পরিচালক, আইএসএবি।

আরও পড়ুনঃআজ কৃষকই খাদ্য দাতা, আগামীকালকে জ্বালানি দাতা বলা হবে, শীঘ্রই কৃষকদের তৈরি জ্বালানি দিয়ে বিমান চালানো হবে- কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি

এরপর সন্ধ্যে ৬.৩০ মিনিটে কৃষিতে সম্পদ সৃষ্টির বিষয়ে সাংসদদের  দৃষ্টিভঙ্গি নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানা দেশের বিভিন্ন রাজ্যের সাংসদরা হাজির থাকবেন।রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও এই আলোচনা সভায় অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

প্রশঙ্গত, মাহিন্দ্রা ট্র্যাক্টর 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-ভারতীয় কৃষকদের অসাধারণ সাফল্যগুলি তুলে ধরছে। যে কৃষকরা শুধু তাদের আয়ই দ্বিগুণই করেনি, বরং তাদের হার না মানা প্রচেষ্টা এবং উদ্ভাবনী কৃষি দক্ষতার মাধ্যমে যাঁরা কৃষি জগৎতের মুখ হয়ে উঠেছেন,তাঁদের এই পুরষ্কারের মাধ্যমে সম্মানিত করা হবে।

আরও পড়ুনঃ আমি কৃষকের সন্তান,আমি গর্বিতঃসতীশ তিওয়ারি

দিল্লিতে অনুষ্ঠিত ভারতের প্রথম কোনো কৃষি অ্যাওয়ার্ড 'মিলিনিয়র ফার্মার অব ইন্ডিয়া অ্যাওয়ার্ড ২০২৩'-এর প্রথম দিনে কৃষকদের উন্মাদনা ছিল চোখে পরার মত।আজ তার দ্বিতীয় দিন। এর আগে ভারত তো বটেই বিশ্বের ইতিহাসেও এমন নজির নেই বললেই চলে।তাই এই পুরষ্কার নিয়ে কৃষকদের মধ্যেও উত্তেজনা চরমে পৌঁছেছে।বাংলা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকরা এসেছেন এই অনুষ্ঠানে যোগ দিতে। টানা তিন দিন এই অনুষ্ঠান চলবে দিল্লির পুসা গ্রাউন্ডে।প্রত্যেক দিন পাঁচটি করে সভার আয়োজন করা হয়েছে।  

English Summary: Mahindra Tractors Farmers' Millionaire Farmer of India Awards 2023 Day 2
Published on: 07 December 2023, 12:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

প্রিয় অনুগ্রাহক, আমাদের পাঠক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মতো পাঠকরা আমাদের কৃষি সাংবাদিকতা অগ্রগমনের অনুপ্রেরণা। গ্রামীণ ভারতের প্রতিটি কোণে কৃষক এবং অন্যান্য সকলের কাছে মানসম্পন্ন কৃষি সংবাদ বিতরণের জন্যে আমাদের আপনার সমর্থন দরকার। আপনার প্রতিটি অবদান আমাদের ভবিষ্যতের জন্য মূল্যবান।

এখনই অবদান রাখুন (Contribute Now)